Sourav Ganguly: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের ফাইনাল আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে আয়োজন করা হবে। অন্তত এমনটাই ঠিক ছিল। কিন্তু, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এই টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি জারি করার পর IPL টুর্নামেন্টের নয়া সূচি ঘোষণা করা হয়েছে। এই সূচি অনুসারে, টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আগামী ৩ জুন আয়োজন করা হবে। যদিও ফাইনাল ম্য়াচটা কোথায় আয়োজন করা হবে, সেই ভেন্যু এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। কিন্তু, সমর্থকরা দাবি তুলতে শুরু করেছেন যে ফাইনাল ম্য়াচ যেন কলকাতাতেই আয়োজন করা হয়।
আমার বিশ্বাস, সবকিছু ঠিক হয়ে যাবে: সৌরভ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। ফাইনাল ম্য়াচের ভেন্যু স্থানান্তর করা এতটাও সহজ নয়। এটা ইডেনের প্লে-অফ ম্য়াচ। আর আমি বিশ্বাস করি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অন্তত তেমনটা আশা করা যেতেই পারে। এইসব প্রতিবাদ মিছিল করে কোনও লাভ হবে না। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্পর্ক যথেষ্ট ভাল।
Sourav Ganguly: রোহিতের অবসরের পিছনে অন্য রহস্য? এবার বিতর্কে ঘি ঢাললেন সৌরভ
২০২৫ আইপিএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচ ইডেন গার্ডেন্সেই আয়োজন করা হয়েছিল
২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ ভেন্যু ঘোষণা করতে কেন এতটা সময় লাগছে? জবাবে সৌরভ জানালেন, কলকাতা নাইট রাইডার্স এই মাঠে নিজেদের প্রত্যেকটা লিগ ম্য়াচ খেলে ফেলেছে। সেকারণেই ইডেন গার্ডেন্সকে আপাতত নয়া সূচিতে রাখা হয়নি। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্ট জিতেছিল। সেকারণেই ইডেন গার্ডেন্সে এই বছর টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করার অনুমতি দেওয়া হয়। এই ভেন্যুতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচেরও আয়োজন করা হয়েছিল। যদিও ফাইনাল ম্য়াচ কোথায় আয়োজন করা হবে, সেই ব্যাপারে বিসিসিআই এখনও নীরব হয়েই রয়েছে। সেকারণে জল্পনার স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে।
Sourav Ganguly on Indian Army: 'ওরা আমাদের গর্ব, ওদের জন্যই...', ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন সৌরভ
প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর
অন্যদিকে আরসিবি বনাম কেকেআর ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। আর এই ভেস্তে যাওয়ার কারণেই কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের লড়াই থেকেও ছিটকে গিয়েছে। আপাতত ১৩ ম্য়াচ খেলে কেকেআর ব্রিগেড ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। পরের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তারা জিতলেও সর্বাধিক ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এই পরিস্থিতিতে আর কোনও অঙ্কেই তারা প্লে-অফে উঠতে পারবে না।