/indian-express-bangla/media/media_files/2025/07/21/21-july-sahid-dibas-2025-07-21-14-52-41.jpg)
শহিদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শহিদ দিবসের (21 July Shahid Diwas) মঞ্চে দেখা গেল চাঁদের হাট। রাজনীতির পাশাপাশি বিনোদন জগতের একাধিক তারকা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে ক্রীড়া দুনিয়া থেকেও একাধিক তারকাকে এই মঞ্চে দেখতে পাওয়া গেল। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে।
বেলা তখন কাঁটায়-কাঁটায় দেড়টা। শহিদ দিবসের মঞ্চে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত অতিথিদের সাদর সম্মান জানান। তখনই তিনি জানিয়েছেন, বাংলার ক্রীড়াজগত থেকে মোট ৩৫ জন অতিথি এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। তারকা খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে শ্যাম থাপা, সমরেশ চৌধুরি, অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি সহ বাংলার একাধিক প্রাক্তন ফুটবলার। যদিও মুখ্যমন্ত্রী আলাদা করে প্রত্যেকের নাম ঘোষণা করেননি।
Sahid Diwas: 'মিথ্যাবাদী-জেলখাটা কুণাল দূর হঠো', এলাকায় পোস্টার, শহিদ দিবসে সরগরম নন্দীগ্রাম
সোমবার সকাল থেকেই ধর্মতলা চত্বরে তৃণমূল কংগ্রেস সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন। বেলা যত বাড়তে থাকে ততই ভিড়ের ঘনত্ব বাড়তে শুরু করে। বেলা ১টা বেজে ২৫ মিনিট নাগাদ এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পহেলগাঁও জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর বাবা-মা। যত্ন করে তাঁদের বসিয়ে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু আলি শেখের বাবা সবুজ আলি শেখও। ঝন্টু আলি শেখ ছিলেন ভারতীয় জওয়ান। জঙ্গি হামলার পর উধমপুরে যখন তল্লাশি চালানো হচ্ছিল, সেইসময় গুলির লড়াই তিনি মারা যান।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার রাত থেকেই তৃণমূল সমর্থকরা শহর কলকাতায় আসতে শুরু করেন। রাত ১২টা থেকেই তাঁরা অনুষ্ঠান চত্বরে আসতে শুরু করেন। যে কোনও ঝামেলা এড়াতে এবং গোটা শহরের নিরাপত্তা রক্ষায় ৫,০০০ পুলিশ কর্মীও মোতায়েন করা হয়েছে। তবে সকালের দিকে রাস্তা-ঘাটে যানজট না থাকলেও বেলা বাড়তেই শুরু হয়ে যায় যানজট। বিভিন্ন জেলা থেকে কর্মীরা এই অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন।