/indian-express-bangla/media/media_files/2025/07/21/mamata-2025-07-21-13-28-06.jpg)
TMC Shaheed Dibas: একুশের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
TMC Sahid Diwas 2025 Live Updates:"বিজেপির বিরুদ্ধে এবার বাংলা লড়ে দেখাবে। তৃণমূলের দর্শন বিজেপি-বাম বিসর্জন। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানব না। ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন। হিন্দুদের উপর অত্যাচার মানছি না, মানব না। ছক্কা মারতে হবে, খেলোয়াড়রা তৈরি তো? BJP-কে বোল্ড করতে হবে। নির্বাচন কমিশনে বিজেপির লোক ভর্তি। বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে।" একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রীর কথায়, "একুশে জুলাইয়ের আন্দোলন না হলে ভোটাধিকার পেতেন না। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিল। BJP-কে রাজনৈতিকভাবে বিসর্জন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাম-বাম-শ্যাম তিনটে এক হয়েছে। দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি, এটা বাংলার মানুষের গর্ব।"
"বিজেপি-তৃণমূল সম্মুখ সমরে। BJP-র কাছে এজেন্সি-নির্বাচন কমিশন আছে। এত কিছু সত্ত্বেও বাংলায় জিততে পারেনি বিজেপি। জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বিজেপির নেতারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। জিততে না পেরে ভাতে মারার পরিকল্পনা বিজেপির। বাংলার মানুষকে লাঞ্ছনা, অত্যাচার করা হচ্ছে। পেগাসাসে আড়ি পেতেও বাংলায় জিততে পারেনি। একুশে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। ঠেলায় পড়ে এখন রাম ছেড়ে কালী, দুর্গার নাম। ভোটার তালিকায় কারচুপি করেও জিততে পারবে না। '২৬ এর পর বিজেপিকে 'জয় বাংলা' বলাব। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটাধিকার কাড়ছে। বাংলার মানুষকে ওরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। '২৬-এ ওদের হারিয়ে রাজনৈতিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠাব।" ধর্মতলায় একুশের মঞ্চে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- TMC July 21 Martyrs’ Day: ছাব্বিশের আগে তৃণমূলের শেষ একুশে! ডিম-ভাত বদলে এবার জিভে জল আনা মেন্যু
'২৬-এর আগে এবারই তৃণমূলের শেষ একুশে। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এটাই শেষ সবচেয়ে বড় ইভেন্ট। ধর্মতলায় একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চে হাজির বিশিষ্টরাও। মঞ্চে উপস্থিত কবি সুবোধ সরকার, প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা থেকে শুরু করে প্রশান্ত বন্দোপাধ্যায়, রহিম নবি, দীপেন্দু বিশ্বাসরা। একুশে জুলাইয়ের মঞ্চে একে একে উপস্থিত হতে শুরু করেছেন তৃণমূলের তারকা-সাংসদ বিধায়করাও।
আজ তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ! ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়, সেদিকেই নজর দলের অগণিত নেতা-কর্মীর।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/21/flag-2025-07-21-13-01-37.jpg)
প্রতি বছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের লক্ষ্যপূরণের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের আগে আজ শেষ ২১ শে জুলাই। কী বার্তা দেবেন দলনেত্রী? সেদিকেই নজর কর্মীদের। গতকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন কর্মী-সমর্থকরা। সোমবার সকালেও লাগোয়া জেলাগুলি থেকে কাতারে-কাতারে মানুষ ধর্মতলার পথে।
আরও পড়ুন- TMC July 21 Martyrs’ Day: ছাব্বিশের আগে তৃণমূলের শেষ একুশে! ডিম-ভাত বদলে এবার জিভে জল আনা মেন্যু
'একুশে জুলাই' রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কলকাতার ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। জেলা থেকে আসা শতাধিক বাসে তৃণমূল কর্মী-সমর্থকে ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই আসছে মিছিল।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/21/jagannath-2025-07-21-11-51-50.jpg)
সভাস্থলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন প্রায় ৫০০০ পুলিশকর্মী। আশেপাশের বহুতলের ছাদ থেকে চলছে নজরদারি। গোটা এলাকা চিহ্নিত করা হয়েছে হাই সিকিউরিটি জোন হিসেবে। রাজনৈতিক মহলের মতে, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২৬-এর নির্বাচনের রুপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।
-
Jul 21, 2025 14:06 IST
21 July Shahid Diwas Live Updates:রাজবংশী-মতুয়াদের উপর অত্যাচার BJP-র: মমতা
"রাজবংশী-মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে, জবাব দাও বিজেপি। দিল্লিতে ১১ বছর রয়েছে কী উন্নতি করেছেন? ১৫ লক্ষ টাকা দেওয়ার কী হলো? কালো টাকা ফেরাবেন বলেছিলেন, কী হলো? বাংলা ভাষায় কথা বললে কী সমস্যা? ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিতে দেব না। পুরো ঘেরাও কর্মসূচি চলবে। দিল্লির যমুনা নগরে ইলেক্ট্রিসিটি কেটে দিয়েছে। দলিত, তপশিলিদের ওপর ভারতে অত্যাচার হচ্ছে বিজেপির রাজ্যগুলিতে। খেলোয়াড়ের উপর অত্যাচার হল, যে অত্যাচার করল তাকে এমপি টিকিট দিল। বিজেপি বলেছিল কিন্তু বছরে ২ কোটি চাকরি দিতে পারেনি। এরাজ্যে ৪০ শতাংশ বেকারত্বের হার কমিয়েছি। কত লোক দেশ থেকে উধাও হয়ে গেছে।" ধর্মতলায় একুশের মঞ্চ থেকে বললেন তৃণমূলনেত্রী।
-
Jul 21, 2025 14:03 IST
21 July Shahid Diwas Live Updates:১৭ লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়: মমতা
"আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে পাঠিয়ে দিয়েছে। বিজেপির এক নেতা বলছে এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে। সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা ১০ লক্ষ এখন সেটা ১৩-১৪ লক্ষ হতে পারে। ১৭ লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়?" বললেন তৃণমূলনেত্রী।
-
Jul 21, 2025 14:02 IST
21 July Shahid Diwas Live Updates:বামপন্থীদের কথা যত না বলেন ততই ভালো: মমতা
"গতবার ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। BJP-এর রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন পাঠিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে টাকা খরচ করে বসে আছে। নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। সন্দেহ হলেই এক মাস আটকে রাখার বিজ্ঞপ্তি দিয়েছে। একুশে জুলাইয়ের আন্দোলন না হলে ভোটার কার্ড পেতেন না। বামপন্থীদের কথা যত না বলেন ততই ভালো।
" একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। -
Jul 21, 2025 12:31 IST
21 July Shahid Diwas Live Updates:তৃণমূলের একুশের মঞ্চে অভিষেক
তৃণমূলের একুশের সভামঞ্চে হাজির সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় শহিদ বেদীতে মাল্যদান করার পর মঞ্চে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jul 21, 2025 12:19 IST
21 July Shahid Diwas Live Updates:তৃণমূলের একুশের সভায় টলি তারকারা
তৃণমূলের একুশে জুলাইয়ের সভায় প্রতিবারের মতো এবারও টলি পাড়ার তারকদের ভিড়। একুশের সভায় হাজির অভিনেত্রী শ্রাবন্তী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী তড়িতা, তৃণা, রণিতা দাস, দেবলীনা কুমার, দোলোন রায়, সুদীপ্তা বক্সি-সহ অনেকে।
-
Jul 21, 2025 11:57 IST
21 July Shahid Diwas Live Updates:কাতারে কাতারে ভিড়
একটু পরেই ধর্মতলার একুশের মঞ্চে বক্তব্য রাখতে শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় একুশের সভামঞ্চের সামনে থিকথিকে ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ কলকাতা শহরে এসেছেন। ধর্মতলার মোড় জমজমাট।
-
Jul 21, 2025 11:02 IST
21 July Shahid Diwas Live Updates:একুশের সভায় এসে বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী
'২৬ এর আগে এবারই তৃণমূলের শেষ একুশে। রাজ্যের প্রায় সব জেলা থেকে আজ কলকাতায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। মালদা থেকেও এবার কাতারে কাতারে কর্মী-সমর্থক কলকাতায় এসেছেন। তাঁদেরই মধ্যে রয়েছেন মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি বলেন, "স্বামীকে যারা খুন করেছে তাদের কেউ কেউ এখনও তৃণমূলেই রয়েছে।"
বিস্তারিত পড়ুন- TMC: 'স্বামীর খুনিদের কেউ কেউ এখনও তৃণমূলে', একুশের সভায় এসে বিস্ফোরক দুলাল সরকারের স্ত্রী
-
Jul 21, 2025 10:26 IST
21 July Shahid Diwas Live Updates:শহিদ সমাবেশের আগে তৃণমূলের বার্তা
২১ জুলাইয়ের শহিদ সমাবেশের আগে দলের কর্মী-সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের তরফে। তৃণমূলের তরফে লেখা হয়েছে, "গণতন্ত্র আমাদের কাছে একদিনে আসেনি, না কেউ উপহার হিসেবে দিয়ে গেছে— আমরা তা অর্জন করেছি। এই বাংলায় গণতন্ত্র এসেছে প্রাণের বিনিময়ে।আজকের শহিদ দিবসে আমরা স্মরণ করি সেই ১৩টি নিরীহ প্রাণকে, যাঁদের পৈশাচিকভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। কারণ তাঁরা স্বাধীনভাবে ভোটাধিকার চেয়েছিল। সেই গুলির লক্ষ্য ছিল এক প্রজন্মকে ভয় দেখানো, মুখ বন্ধ করে দেওয়া। কিন্তু তা জন্ম দিয়েছিল এক স্বতঃস্ফূর্ত বিপ্লবের।আজ, যখন বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তখন আবারও বর্তমান স্বৈরাচারী জমিদাররা চেষ্টা করছে কণ্ঠরোধ করতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করতে এবং সংবিধানকে এক প্রহসনে পরিণত করতে।কিন্তু ২১ জুলাইয়ের চেতনা আজও জীবন্ত। আমরা সেই চেতনাকে বয়ে চলি — যাপনে ও মননে। কোনো বাংলা-বিরোধীর স্থান নেই এখানে।
জয় বাংলা।"
-
Jul 21, 2025 10:17 IST
21 July Shahid Diwas Live Updates:মমতা-অভিষেকের ছবি হাতে তৃণমূলকর্মীরা
গোটা রাজ্য থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় আসছেন। হাওড়া-শিয়ালদহ স্টেশনের বাইরে উপচে পড়া ভিড় তৃণমূলকর্মীদের। কারও হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তো কারও হাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। ধর্মতলার উদ্দেশে মিছিল করে রওনা দেওয়ার তোড়জোড় তৃণমূলকর্মীদের।
-
Jul 21, 2025 10:17 IST
21 July Shahid Diwas Live Updates:লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ধর্মতলায় তৃণমূল কর্মীরা
একুশে জুলাইয়ের শহীদ সভায় ধর্মতলায় জনজোয়ার। গোটা রাজ্য থেকে তৃণমূলের কাতারে কাতারে কর্মী-সমর্থকরা কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। ধর্মতলায় লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেল তৃণমূলের কর্মীদের।
-
Jul 21, 2025 10:03 IST
21 July Shahid Diwas Live Updates:একুশের সভায় যোগ দিতে ট্রেনে মন্ত্রী
ধর্মতলায় আজ তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ সভা। জেলাগুলি থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক কলকাতামুখী। পূর্ব বর্ধমান থেকেও কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ট্রেনে চেপে আসছেন কলকাতায়। মন্ত্রী স্বপন দেবনাথও দলের পতাকা হাতে নিয়ে ট্রেন সওয়ার।
-
Jul 21, 2025 10:01 IST
21 July Shahid Diwas Live Updates:এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস কটাক্ষা দিলীপের
২১ জুলাইয়ের আগে তৃণমূলকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস, এরপর তৃণমূল কংগ্রেস 'শহীদ' হয়ে যাবে।
#WATCH | Paschim Medinipur, West Bengal: On TMC's Martyrs' Day rally today, BJP leader Dilip Ghosh says, "... So far, Martyrs' Day was being observed. This time, in 2026, TMC 'Shaheed' ho jayega'. This is TMC's final Martyrs' Day." pic.twitter.com/mpitqF7RTV
— ANI (@ANI) July 21, 2025 -
Jul 21, 2025 09:59 IST
21 July Shahid Diwas Live Updates: ধর্মতলায় জনজোয়ার
আজ ২১ জুলাই। শহীদ সমাবেশে যোগ দিতে জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় ভিড় জমাতে শুরু করেছেন। সপ্তাহের প্রথম কাজের দিনে চরম দুর্ভোগে অফিস যাত্রীরা।
-
Jul 21, 2025 08:37 IST
21 July Shahid Diwas Live Updates:প্রয়াত রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ
প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা প্রয়াত। তিনি ছিলেন মুর্শিদাবাদের লালগোলার দীর্ঘ দিনের বিধায়ক। কলকাতার বাসভবনে রবিবার রাত দশটা পয়তাল্লিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। প্রবীণ এই জাতীয়তাবাদী নেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী।
বিস্তারিত পড়ুন- Congress Leader Passed Away: ২১ জুলাই ভোরে চরম দুঃসংবাদ, প্রয়াত রাজ্যের বর্ষীয়াণ রাজনীতিবিদ
-
Jul 21, 2025 08:36 IST
21 July Shahid Diwas Live Updates:আজ কলকাতায় কাঁপানো ঝড়-বৃষ্টি?
মাঝে দিন কয়েক বৃষ্টি ব্রেক কষলেও চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের একবার গোটা রাজ্য জুড়ে বর্ষার জোরালো দাপট দেখা যাবে। আগামিকালই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ফের বড়সড় হাওয়া বদলের সম্ভাবনা। জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ কলকতার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। আজ দিনভর কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- 21 July Kolkata Weather Update: সকাল গড়ালেই কলকাতায় কাঁপানো ঝড়-বৃষ্টি? দুর্যোগ মাথায় নিয়েই তৃণমূলের ২১ জুলাই পালন?