Advertisment

৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল: কোহলি

ম্য়াচের পর বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে জানালেন যে, মাত্র ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটই তাঁদের বিশ্বকাপ থেকে বার করে দিল। নিউজিল্য়ান্ডের ভূয়সী প্রশংসা করে তাদের যোগ্য় ফাইনালিস্ট বলেই মন্তব্য় করেছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন।

author-image
IE Bangla Web Desk
New Update
45 minutes of bad cricket knocked India out of wc says virat Kohli:

৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিল: কোহলি (ফেসবুক)

নিউজল্য়ান্ডের কাছে ১৮ রানে হেরেই ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। সেমিফাইনাল থেকেই দেশে ফিরতে হচ্ছে বিরাট কোহলি অ্য়ান্ড কোং-কে। ম্য়াঞ্চেস্টার থেকেই ভারতের বিমান ধরবে টিম ইন্ডিয়া। ম্য়াচের পর বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে জানালেন যে, মাত্র ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটই তাঁদের বিশ্বকাপ থেকে বার করে দিল। নিউজিল্য়ান্ডের ভূয়সী প্রশংসা করে তাদের যোগ্য় ফাইনালিস্ট বলেই মন্তব্য় করেছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন।

Advertisment

ম্য়াচের পর কোহলি বললেন. “এত ভাল ক্রিকেট খেলার পরেও মাত্র ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটের জন্য় আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম। এটা অত্য়ন্ত হতাশাজনক। কিন্তু নিউজিল্য়ান্ড যোগ্য় দল হিসেবে ফাইনালে গেল। ওরা আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। সংকটের সময় ওরা আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে।” এদিন টপ অর্ডারের ব্য়র্থতার পর সপ্তম উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ করেন রবীন্দ্র জাদেজা (৭৭) ও এমএস ধোনি (৫০)। জাদেজা ও ধোনির ভূয়সী প্রশংসা করলেন কোহলি। তিনি জানালেন,“ আমার মনে হয় জাড্ডু অসাধারণ কয়েকটা ম্য়াচ খেলেছে। ও দেখিয়ে দিয়েছে ওর স্কিল রয়েছে। দলের জন্য় অনেক কিছু করতে পারে। যে স্বচ্ছতার সঙ্গে ও খেলছিল সেটা দেখতেও ভাল লাগছিল। ধোনি ওর সঙ্গে দুরন্ত পার্টানরাশিপ করেছিল। দুর্ভাগ্যজনক যে, এমএস রানআউট হয়ে গেল। এটা যে কোনও কারোর ম্য়াচ ছিল।”

আরও পড়ুন: India vs New Zealand Highlights: বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ড

কোহলি বিশ্বকাপে ভারতের সার্বিক ভাল পারফরম্য়ান্সের কথা বলেছেন। তাঁর এ বিষয়ে মন্তব্য়. “এক এক সময় মনে হচ্ছিল যে, আমাদের শট নির্বাচন আরও ভাল হতে পারত। এই একটা বিষয়ই আমাদের মাথায় এসেছে। আজেকর ম্য়াচটা বাদ দিলে আমরা সত্য়িই ভাল ক্রিকেট খেলেছি। তার জন্য় আমি গর্বিত। কিন্তু নকআউট যে কোনও কারোর খেলা। নিউজিল্য়ান্ড আমাদের থেকে সবদিক থেকে ভাল ক্রিকেট খেলেই সেটা প্রমাণ করেছে। ওরা ফাইনাল খেলার প্রকৃত দাবিদার।”

India New Zealand Virat Kohli Cricket World Cup
Advertisment