/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/sher-khan_759.jpg)
থানায় আফগানিস্তানের ক্রিকেট সমর্থক শের খান (রাঘবেন্দ্র শুক্ল টুইটার)
প্রিয় দলের খেলা দেখতে পাড়ি দিয়েছিলেন ভারতে। সেখানে এসেই সমস্যায় পড়ে গিয়েছেন আফগানিস্তান ক্রিকেট সমর্থক শের খান। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হলেন তিনি। প্রচারমাধ্যমে এমন খবরেই হইচই দেশের ক্রিকেট মহলে।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ভারতে হোম ম্যাচ খেলে থাকে আফগানিস্তান ক্রিকেট দল। লখনউ-তে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তার আগে ঘর খুঁজতে রীতিমতো হিমশিম খেল আফগান ক্রিকেট সমর্থক।
আরও পড়ুন ভিডিও: শুভেচ্ছা জানাতে গিয়ে রান আউট আফগান ব্যাটসম্যান
৮ ফুটের উপরে উচ্চতা। সেই উচ্চতা নিয়ে লখনউয়ের হোটেলে হোটেলে ঘুরেছেন। তবে নিজের পছন্দসই রুম খুঁজে পাননি তিনি। শেষ পর্যন্ত হতাশ হয়ে লখনউয়ের পুলিশ স্টেশনে হাজির হয়ে গিয়েছিলেন শের খান। তারপরেই পুলিশ পরিচয়পত্র যাচাই করে সাহায্য করেন সেই আফগান সমর্থককে। পুলিশের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তিনি কাটান নাকার হোটেল রাজধানীতে।
8 feet long Sher Khan is cricket fan from #Afghanistan. He is in #Lucknow to watch #AfgvsWI... He was denied hotel room because of his height... Later @lkopolice helped him in getting a hotel.. @adgzonelucknow@Uppolice#WIvsAFGpic.twitter.com/AHMgIip2Bh
— Raghwendra Shukla (@ShuklaRaghav) November 6, 2019
এমন খবর চাউর হতেই হোটেলের চারপাশে ভিড় জমে যায় আবার। কাবুল থেকে আসা শের খানকে দেখতে উৎসাহী শহরবাসীর চাপে নাজেহাল হতে হয় হোটেল মালিককেও। হোটেল মালিক রাণু সংবাদসংস্থাকে বলেন, "কমপক্ষে দুশোরও বেশি লোক শের খানকে দেখতে সটান হোটেলে চলে আসে। রীতিমতো বিরক্তি বোধ করছে ও।"
বৃহস্পতিবার সকালে উৎসাহী জনগণের হাত থেকে বাঁচিয়ে পুলিশ রীতিমতো এসকর্ট করে শের খানকে একানা স্টেডিয়ামে নিয়ে যায়। যেখানে ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলা হল। হোটেল মালিক রাণু পরে জানান, চলতি সপ্তাহের আরও চার-পাঁচদিন শের খান থাকছেন এই হোটেলে।
খেলায় অবশ্য আফগানিস্তান খুশি করতে পারল না সূদূর কাবুল থেকে পাড়ি দেওয়া সমর্থককে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে কোনও পরিশ্রমই করতে হয়নি। হাতে ৭ উইকেট নিয়ে ৩ ওভার বাকি থাকতেই জিতে যায় ক্যারিবিয়ানরা। সিরিজে এদিনই ১-০ এগিয়ে গেল ক্যারিবিয়ান ক্রিকেটাররা।