scorecardresearch

ভিডিও: শুভেচ্ছা জানাতে গিয়ে রান আউট আফগান ব্যাটসম্যান

ইকরাম নিজে ব্যক্তিগত ৫৮ রানে সেই সময় ব্যাটিং করছিলেন। ভেবেছিলেন বল ডেড হয়ে গিয়েছে। তারপরেই শুভেচ্ছা জানাতে গিয়ে আউট হয়ে যান।

run out
অদ্ভূতভাবে রান আউট হলেন ব্যাটসম্যান (টুইটার)

আফগানিস্তানের ইকরাম আলি খান অদ্ভূতভাবে রান আউট হলেন লখনউ-য়ে প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন। উইকেটের অন্যপ্রান্তের ব্যাটসম্যান হাফসেঞ্চুরি পূর্ণ করার পরে শুভেচ্ছা জানাতে ক্রিজ ছেড়ে গিয়েছিলেন ইকরাম। তক্কে তক্কে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার ব্যাটসম্যান সাই হোপও। ইকরাম ক্রিজ ছাড়তেই উইকেট নড়িয়ে দেন তিনি।

ঘটনাটি আফগানিস্তানের ব্যাট করার সময়। ইকরাম আলি খানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে রহমত শাহ ১১১ রান যোগ করে যান। ১৯ বছরের উইকেটকিপার ইকরাম আলি খান ভারতে খেলতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য। সেখানেই বেনজিরভাবে শিরোনামে তিনি। আউট হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১২৬। ২ উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন ভিডিও: বিশাল ছক্কা দাভিদ মালানের, পেরোল স্টেডিয়াম

ইকরাম নিজে ব্যক্তিগত ৫৮ রানে সেই সময় ব্যাটিং করছিলেন। ভেবেছিলেন বল ডেড হয়ে গিয়েছে। তারপরেই শুভেচ্ছা জানাতে গিয়ে আউট হয়ে যান। তৃতীয় আম্পায়ারের সবকিছু বিচার বিবেচনা করে আউট দেন আফগান ব্যাটসম্যানকে। সেখান থেকে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৯৪ রানে।

আরও পড়ুন এক হাতে উড়ন্ত ক্য়াচ ‘সুপারগার্ল’ হরমনপ্রীতের, সোশালে ভাইরাল ভিডিও

সেই রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে কোনও পরিশ্রমই করতে হয়নি। হাতে ৭ উইকেট নিয়ে ৩ ওভার বাকি থাকতেই জিতে যায় ক্যারিবিয়ানরা। সিরিজে এদিনই ১-০ এগিয়ে গেল ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

যাইহোক, ইকরাম আলি খানকে অদ্ভূতভাবে রান আউট করার জন্য অবশ্য নেটিজেনদের সমালোচনার শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজ কিপার সাই হোপ। তাঁদের বক্তব্য, রান নেওয়ার জন্য নিশ্চয় ইকরাম ক্রিজ ছাড়েননি। স্রেফ সতীর্থকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। এর মাঝেই রান আউট করা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Video afghanistans ikram ali khil was run out in a bizarre fashion