কেকেআরের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ। তারপরেই বড়সড় ভবিষ্যৎবাণী করে বসলেন এই প্রাক্তন ক্রিকেটার। সরাসরি সংবাদসংস্থাকে বলে দিলেন, মরশুম শেষের আগেই নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে কোহলিকে।
সোমবারে যেভাবে কেকেআরের কাছে হেরে বসেছে, তাতে নাকি আরসিবি ম্যানেজমেন্ট অধিনায়ক বদলের জন্য মরশুমের শেষের অপেক্ষায় থাকতে রাজি নয়। আমিরশাহি পর্বে শেষ হওয়ার আগেই কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: কোহলির পরে আরসিবির নেতা কে! আলোচনায় একের পর এক সুপারস্টারের নাম
আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুটা একদম খারাপ হয়েছে আরসিবির। মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়েছে কোহলির দল। আইপিএলে এটাই আরসিবির ষষ্ঠ সর্বনিম্ন স্কোর। কেকেআরের কাছে শোচনীয়ভাবে ৯ উইকেটে হার হজম করতে হয়েছে আরসিবিতে। প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার কোহলি প্রসিদ্ধ কৃষ্ণ-র বলে লেগ বিফোর হয়ে যান। কোহলির ইনিংস স্থায়ী হয় মাত্র ৪ বল। রিভিউ নিয়েও নিজের উইকেট ঠেকাতে পারেননি কোহলি।
ক্রিকেট মহলের ব্যাখ্যা এক ম্যাচ আগেই ফ্র্যাঞ্চাইজি নেতৃত্ব ছাড়ার ঘোষণা করে খেলতে নেমেছিলেন। তারপরে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে পাওয়া যায়নি বিরাটকে। গোটা ম্যাচেই দুর্বল শরীরী ভাষায় অবাক করেছে ক্রিকেট মহলকে। মরশুম শেষে আরসিবি নেতৃত্ব ছাড়ার ঘোষণা করায় গম্ভীরের মত প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার মুখেও পড়েছেন কোহলি। গম্ভীর কোহলির সিদ্ধান্ত ঘোষণার টাইমিং নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। তাঁর সাফ বক্তব্য ছিল, যদি এমন ঘোষণা করতেই হয়, তাহলে তা মরশুম শেষের পরেই ঘোষণা করা উচিত ছিল বিরাটের।
আরও পড়ুন: ছোট পোশাকে উদ্দাম নাচ! আফগানিস্তানে IPL নিষিদ্ধ করল তালিবান
অনেক ক্রিকেটারদের আবার বক্তব্য, কোহলির ঘোষণার পর গোটা আরসিবি দলকেই আনসেটল লেগেছে ম্যাচে। জাতীয় দলের এক প্রাক্তন ক্রিকেটার সংবাদসংস্থাকে জানিয়েছেন, "কেকেআরের বিরুদ্ধে কোহলি কেমন খেলল, সবাই সেটা দেখছে। কোহলিকে মরশুম শেষের আগেই সরিয়ে দেওয়া হতে পারে। কেকেআরে দীনেশ কার্তিককে সরিয়ে মর্গ্যানকে গত মরশুমেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ আবার ওয়ার্নারকে বাদ দিয়ে কেন উইলিয়ামসনকে টুর্নামেন্টের শুরুর পরে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছে। হয় ওঁদের সরিয়ে দেওয়া হয়েছে, নাহয় সরে গিয়েছে। এটা আরসিবিতেও এবার ঘটতে পারে। আমার বারবার মনে হচ্ছে, আর একটা বাজে ম্যাচ এবং তারপরে আরসিবি নেতৃত্বে বদল ঘটতে পারে।"
২০১৩-য় ড্যানিয়েল ভেট্টোরির হাত থেকে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তারপরে নয় বছরে ১৩২ ম্যাচে নেতৃত্ব দিয়ে কোহলি মাত্র জয় পেয়েছেন ৬২ টি ম্যাচে। হেরেছেন ৬৬ ম্যাচে। খেলা অমীমাংসিত ৪ ম্যাচে।
আরও পড়ুন: রাসেলের আগুনে গোলায় ভাঙচুর এবিডির স্ট্যাম্প! ভিডিওয় দেখুন বিধ্বংসী ইয়র্কার
ঘটনা হল, বেনজির এমন কান্ড ঘটলে শেষের কয়েকটা ম্যাচে নেতৃত্বে কাকে আনা হবে? বলা হচ্ছে, এবি ডিভিলিয়ার্স একদম সঠিক পরিবর্ত হতে পারেন নেতা হিসেবে। দলের সকলের কাছে শ্রদ্ধাভাজন। প্রোটিয়াজ তারকার নিজস্ব সম্মান রয়েছে ক্রিকেট মহলে। তবে এবিডি কি শেষের কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিতে রাজি হবেন? সেটাই এখন প্রশ্ন।
দলের অন্যতম সিনিয়র তারকা হিসাবে চাহালের নামও ঘোরাফেরা করছে। আরসিবির জার্সিতে আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক চাহাল-ই। ১০৬ ম্যাচে তাঁর নামের পাশে ১২৫ উইকেট।
পাশাপাশি নেতৃত্বের দৌড়ে রয়েছে দেবদূত পাডিক্কলের নাম-ও। শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থদের মত উঠতি তারকাদের একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন করার পরেই আনকোরাদের অধিনায়ক বাছা এখন বেশ ট্রেন্ড। পাডিক্কল গত কয়েক মরশুম ধরেই আরসিবির অন্যতম রান সংগ্রাহক। কোহলির উত্তরসূরি হিসাবে তাঁকেও বাছা হলে অবাক হওয়ার কিছু নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন