Aamir Khan: পাক ক্রিকেটারের জন্য বরবাদ প্রথম বিয়ে! ৩৯ বছর পর দুঃখের কথা জানালেন বলিউড সুপারস্টার

Aamir Khan on First Marriage: আমির সম্প্রতি নিজের প্রথম বিয়ে নিয়ে এক মজার এবং অজানা গল্প শেয়ার করেছেন। তিনি বলেছেন, কীভাবে তাঁর কোর্ট ম্যারেজের দিন ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ বিয়ের রঙ ফিকে করে দেয়।

Aamir Khan on First Marriage: আমির সম্প্রতি নিজের প্রথম বিয়ে নিয়ে এক মজার এবং অজানা গল্প শেয়ার করেছেন। তিনি বলেছেন, কীভাবে তাঁর কোর্ট ম্যারেজের দিন ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ বিয়ের রঙ ফিকে করে দেয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aamir Khan-Javed Miandad: পাক কিংবদন্তির জন্য বরবাদ হয় বলিউড তারকার প্রথম বিয়ে

Aamir Khan-Javed Miandad: পাক কিংবদন্তির জন্য বরবাদ হয় বলিউড তারকার প্রথম বিয়ে

Aamir Khan claimed Javed Miandad ruined his first marriage: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন জাভেদ মিয়াঁদাদকে (Javed Miandad) কে না চেনে! ভারতের ক্রিকেটভক্তদের কাছে এই নাম নতুন নয়। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মাঠে ভারতের বুকে ব্যাট হাতে একের পর এক আঘাত হেনেছেন। আর এবার বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) জানালেন, কীভাবে সেই মিয়াঁদাদের জন্যই তাঁর বিয়ে ‘বিপর্যস্ত’ হয়ে গিয়েছিল!

Advertisment

আমির সম্প্রতি নিজের প্রথম বিয়ে নিয়ে এক মজার এবং অজানা গল্প শেয়ার করেছেন। তিনি বলেছেন, কীভাবে তাঁর কোর্ট ম্যারেজের দিন ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ বিয়ের রঙ ফিকে করে দেয়। আর এর জন্য একমাত্র দায়ী জাভেদ মিয়াঁদাদ!

আমির খান আর রীনা দত্ত (Reena Dutta) খুব অল্প বয়সে পরিবারকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করেছিলেন। তখন আমিরের বয়স ছিল মাত্র ২১ বছর। দুজনেই তখন প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন, কিন্তু রীনার বাবা-মা এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন। তাই দুজনে চুপিচুপিই বিয়ে সেরে ফেলেন। আমির বলেছিলেন, “আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে সবাই জিজ্ঞেস করবে, কোথায় ছিলে এতক্ষণ? কিন্তু সবাই তো ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এমন ব্যস্ত যে কেউ খেয়ালই করেনি আমরা বাড়িতে নেই!”

আরও পড়ুন পাক ক্রিকেটারের সঙ্গে রূপকথার বিয়ে, ধর্মের কারণেই বিয়ে ভাঙেন বলিউড সুন্দরী?

Advertisment

মিয়াঁদাদের শেষ বলে ছক্কায় ভাঙে আমিরের মন 

আমির জানিয়েছেন, যেদিন তাঁদের বিয়ে হয়, সেদিনই ভারত-পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক ম্যাচ চলছিল। ভারত জয়ের একদম কাছাকাছি ছিল। কিন্তু শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছক্কা মেরে ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নেন। আমির বলেন, “আমি-ও সবার সঙ্গে ম্যাচ দেখছিলাম। আর যখন মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মারলেন, আমার সব আনন্দ উবে গেল। একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। বিয়ের দিন ছিল, কিন্তু সেই ছয়টা সব কিছু উলটেপালটে দিল।”

বিমানে মিয়াঁদাদকে দেখেই সেই ‘অভিযোগ’ 

এতেই শেষ নয়। আমির আরও জানিয়েছেন, কীভাবে তিনি এই ঘটনার কথা মিয়াঁদাদকে সরাসরি বলেছিলেন। আমিরের কথায়, “অনেক বছর পর বিমানে মিয়াঁদাদের সঙ্গে দেখা হয়। আমি মজা করেই বলেছিলাম, ‘জাভেদ ভাই, ঠিক করেননি আপনি! আমার বিয়েটা একেবারে শেষ করে দিলেন!’”

আমিরের দুই বিয়ে, দুই ডিভোর্স 

এক কথায়, আমিরের বিয়ের প্রথম দিন যেমন রোম্যান্টিক ছিল, তেমনি ক্রিকেট ড্রামায় ভরা। আর সব কিছুর জন্য দায়ী সেই এক বল, যা মিয়াঁদাদ বাউন্ডারির বাইরে পাঠিয়ে ইতিহাস গড়েছিলেন। ভারত ম্যাচ হারল, আর আমিরের বিয়ের গল্প হয়ে রইল মনে রাখার মতো। আমির আর রীনা দত্তের বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। এর পর আমির পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু তাঁদেরও ২০২১ সালে ডিভোর্স হয়ে যায়।

aamir khan Cricket News