Reena Roy and Mohsin Khan Love Story: অনেক পাকিস্তানি ক্রিকেটার (Pakistan Cricket) বলিউড অভিনেত্রীদের (Bollywood Actress) সঙ্গে বিয়ে করেছেন, তবে এই বিয়েগুলি বেশিদিন টেকেনি আর শেষমেশ তাদের ডিভোর্সই হয়েছে। এরকমই এক দৃষ্টান্ত রীনা রায় এবং মহসিন খানের। ১৯৮৩ সালে বলিউড কেরিয়ারের শীর্ষে থাকাকালীন রীনা রায় পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের সঙ্গে বিয়ে করেন এবং কিছু সময়ের জন্য সিনেমা থেকে দূরে থাকতে পাকিস্তান চলে যান।
দু’জনের বিয়ে হয়েছিল ১৯৮৩ সালে করাচিতে। এরপর রীনা সিনেমা ছেড়ে দেন। তাঁদের একটি কন্যাসন্তান হয়, যার নাম প্রথমে ‘জন্নত’ রাখা হয়েছিল, পরে নাম পরিবর্তন করে ‘সনম’ রাখা হয়। মহসিন মুসলিম এবং রীনা হিন্দু হওয়ায় দু’জনের চিন্তাভাবনা ও জীবনযাপন ছিল একেবারেই ভিন্ন। এর ফলে তাঁদের বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি এবং শেষমেশ বিচ্ছেদ হয়ে যায়।
আরও পড়ুন পরকীয়ায় জড়ায় তৃতীয় স্ত্রী, বদলা নিতে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করে দেন ক্রিকেট মহারথী
১৯৯২ সালে আলাদা হয়ে যাওয়ার পর রীনা আবার ভারতে ফিরে আসেন এবং ‘আদমি খিলোনা হ্যায়’ (১৯৯৩), ‘অজয়’ (১৯৯৬) ও ‘রিফিউজি’ (২০০০)-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে পুনরায় কেরিয়ার শুরু করেন। পরে রীনা নিজের মেয়ের লালনপালনের দিকে মন দেন এবং নিজের বোনের সঙ্গে মিলে একটি অভিনয় স্কুলও শুরু করেন। রীনা রায় ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
সেই সময়ে রীনা রায় ছিলেন তরুণ প্রজন্মের হার্টথ্রব। প্রায় সব বলিউড অভিনেতাই তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন। রীনা রায়ের উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘জরুরত’ (১৯৭২), ‘নাগিন’ (১৯৭৬), ‘অপনাপন’ (১৯৭৭) প্রভৃতি, যা তাঁকে ফিল্মফেয়ার পুরস্কারও এনে দেয়। ‘সনম তেরি কসম’ (১৯৮২)-এর মতো ছবিগুলি তাঁকে আরও জনপ্রিয় করে তোলে।
আরও পড়ুন ব্যালকনিতে টেনে নিয়ে যান বুমরাহ, তারপর...! সেই রাতে কী হয়েছিল জানালেন সঞ্জনা
মহসিন খান একজন প্রাক্তন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি লাহোরে (১৯৮২-৮৩) ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন। তিনি একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘বটওয়ারা’ (১৯৮৯), ‘গুনাহগার কৌন’ (১৯৯১), ‘সাথী’ (১৯৯১), ‘লাট সাহেব’ (১৯৯২) ও ‘মহানতা’ (১৯৯৭)-এর মতো হিন্দি সিনেমা। মহসিন খান পাকিস্তানের হয়ে ৪৮টি টেস্ট ও ৭৫টি ওয়ানডে খেলেছেন। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৭০৯ টেস্ট রান ও ১৮৭৭ ওয়ানডে রান।