তৃতীয় টি২০তে পাকিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল অজিরা। ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়েই দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ৮.১ ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে নেয়।
রান চেজ করার সময় ওয়ার্নার-ফিঞ্চ পাওয়ার প্লে-তেই স্কোরবোর্ডে ৫৬ রান তুলে ফেলেছিল। ১২তম ওভারের শেষ বলে ফিঞ্চ উইনিং স্ট্রোক নেন। ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন ফিঞ্চ। অন্যদিকে, ডেভিড ওয়ার্নারের নট আউট থাকলেন ৩৫ বলে ৪৮ রান করে। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য অল্পের জন্য জিততে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা। এর অর্থ গোটা সিরিজে অস্ট্রেলিয়া মাত্র ৩ উইকেট খুইয়েছে। এতেই প্রকট পাকিস্তানের বোলিং ব্যর্থতা।
তার আগে পাকিস্তানকে বল হাতে গুড়িয়ে দেন পেসার শন অ্যাবট। কেন রিচার্ডসন মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। শন অ্যাবট এবং মিচেল স্টার্ক দুটো করে উইকেট দখল করেন। এর মধ্যে বেশি কার্যকরী ছিলেন অ্যাবট। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ইমাম উল হক এবং ইমাদ ওয়াসিমকে প্যাভিলিয়নে ফেরান। পাকিস্তানের মাত্র দুই ব্য়াটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছেছেন। ওপেনার ইমাম উল হক ১৪ করার পরে মিডল অর্ডারে ইফতিকার অহমেদ ৪৫ করেন।
বাকিদের সংখ্যা যেন টেলিফোন নম্বর ৬,০,৮,৮,৬,১,৯,৪। ম্যাচের সেরা শন অ্যাবট। এরপরে দু-ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ২১ নভেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় খেলা। ২৯ তারিখ থেকে দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড ওভালে।
Read the full article in ENGLISH