Advertisment

IPL 2020: বিরাটের নেতৃত্বে খেলবেন অজি ক্য়াপ্টেন, ব্য়াঙ্গালোরে নাম লিখিয়েই ফিঞ্চের অনন্য় রেকর্ড

IPL 2020: বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চকে দলে টানার জন্য় নিলামে ঝাঁপিয়েছিল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্য়াপ্টেন ৪ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় আরসিবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Aaron Finch to play for his 8th IPL team,

বিরাটের নেতৃত্বে খেলবেন অজি ক্য়াপ্টেন, ব্য়াঙ্গালোরে নাম লিখিয়েই ফিঞ্চের রেকর্ড

IPL 2020: বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চকে দলে টানার জন্য় নিলামে ঝাঁপিয়েছিল রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্য়াপ্টেন ৪ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় আরসিবি। এবার বিরাট কোহলির নেতৃত্বে খেলবেন তিনি।

Advertisment

বিশ্বের অন্য়তম সেরা টি-২০ ব্য়াটসম্য়ান ফিঞ্চ। দেখতে গেলে আইপিএলের বয়স এক যুগ পার করে গিয়েছে। শেষ ৯ বছর এই টুর্নামেন্টের সদস্য় ফিঞ্চ। আরসিবি-তে নাম লেখানোর সঙ্গে সঙ্গেই এক অনন্য় রেকর্ড করে ফেললেন ফিঞ্চ। এই নিয়ে এটি তাঁর অষ্টম টিম হতে চলেছে আইপিএলে। এর আগে কোনও ক্রিকেটার আইপিএলে এতগুলো ফ্র্য়াঞ্চাইজিতে খেলেননি।

আরও পড়ুন-IPL 2020: সাড়ে ১৫ কোটিতে কেকেআরে কামিন্স, ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি তিনিই

শেষ এক দশকে ফিঞ্চ খেলেছেন রাজস্থান রয়্য়ালস (২০১০), দিল্লি ক্য়াপিটালস (২০১১-১২), পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩), সানরাইজার্স হায়দরাবাদ (২০১৪), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৫), গুজরাট লায়ন্স (২০১৬-১৭) ও কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৮)। দিল্লি এবং গুজরাতেই ফিঞ্চ দু'বছর করে কাটিয়েছেন। বাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে তাঁর স্থায়ীত্ব ছিল এক মরসুম। বিরাটের দলের হয়ে ফিঞ্চকে ওপেনারের ভূমিকাতেই দেখা যেতে পারে।

ফিঞ্চের দলবদলের রেকর্ডের দিনে তাঁর সতীর্থ টিম পেইনের কথা মনে পড়তে পারে ক্রিকেট ফ্য়ানেদের। ফিঞ্চকে মজা করে পেইন জিজ্ঞাসা করেছিলেন, “আচ্ছা তুমি প্রায় সব দলের হয়েই আইপিএল খেলেছে না?” ফিঞ্চ জানান, “ ব্য়াঙ্গালোর বাদে”। ঘটনাচক্রে ফিঞ্চ কখনও কলকাতা বা চেন্নাইয়ের হয়েও খেলেননি।

IPL Virat Kohli Royal Challengers Bangalore
Advertisment