/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/ABD.jpg)
পরিবারের সঙ্গে অটোয় চেপে বেজায় খুশি ডিভিলিয়ার্স (ছবি-আরসিবি-র অফিসিয়াল ওয়েবসাইট)
পরিবারের সঙ্গে অটোয় চেপে বেঙ্গালুরুর রাস্তায় ঘুরলেন এবি ডিভিলিয়ার্স। স্ত্রী ড্যানিয়েল ও ছেলে আব্রাহামকে নিয়ে ভারতের জনপ্রিয় এই তিন চাকার বাহনে চড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্টার ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় এবিডি-র এই ভিডিও প্রায় ভাইরাল হয়ে উঠছে।
দক্ষিণ আফ্রিকার ৩৪ বছরের এই নাগরিক রীতমতো উপভোগ করলেন অটো রাইড। অটোয় উঠে পরিবারের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন এবিডি। পথ চলতি ফ্যানেদের উদ্দেশ্যে স্থানীয় ভাষায় বললেন "ই সালা কাপ নামধে"। বাংলায় যার তরজমা করলে দাঁড়ায় এবছর কাপ (আইপিএল ট্রফি) আমাদের। ই সালা কাপ নামধে ট্যাগলাইনটা আরসিবি শিবিরে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এমনকি সাংবাদিক বৈঠকে দলের অধিপতি বিরাট কোহলির মুখেও এই শব্দবন্ধ শোনা গিয়েছে।
আরও পড়ুন, বিশ্বকাপ ২০১৯: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু ভারতের
AB de explores Bangalore in an Auto rickshaw with his family. Fans shout 'Ee Sala Cup Namde' #ESCN#RCB#PL2018@RCBTweetspic.twitter.com/dPRVFKgg7c
— Sai Kishore (@DivingSlip) April 26, 2018
চলতি মরশুমে ডিভিলিয়ার্স দুরন্ত ফর্মেই রয়েছেন। যদিও গত বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে তাঁর ৩০ বলে ৬৮ রানের ইনিংস মাঠে মারা যায়। মহেন্দ্র সিং ধোনির ৩৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসের সুবাদে চেন্নাই পাঁচ উইকেটে হারায় আরসিবি-কে। ২০৬ রান করেও চেন্নাইকে রুখতে পারেনি বেঙ্গালুরু। আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের ম্যাচে নামবে আরসিবি। এই মুহূর্তে লিগ তালিকায় ছ নম্বরে কোহলি অ্যান্ড কোং। ছয় ম্যাচ খেলে মাত্র দুটোতে জিতেছে আরসিবি। কলকাতার বিরুদ্ধে ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া তারা।
আরও পড়ুন, আইপিএল ২০১৮: বিশ্বরেকর্ডের সঙ্গেই আরও পাঁচ রেকর্ডে নাম লেখালেন ধোনি