De Villiers hints at comeback: বহুদিন হল অবসর নিয়েছেন। কিন্তু, এবার অবসর ভেঙে ফের ক্রিকেটারের জীবনে ফিরতে চান বিশেষজ্ঞ এবি ডি ভিলিয়ার্স। তবে, আইপিএলের উচ্চচাপের পরিবেশে নয়। ডি ভিলিয়ার্স আনন্দের স্বাদ পেতে এবং তাঁর সন্তানদের খুশি করতেই ক্রিকেট খেলতে চান বলে জোহানেসবার্গে জানিয়েছেন। আসলে প্রাক্তন এই ক্রিকেটার তাঁর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। ২০২১ সালের নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার। ৪০ বছর বয়সি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এখন দাতব্য প্রতিষ্ঠান চালান। সম্প্রচার সংক্রান্ত কাজকর্মে ব্যস্ত।
পাশাপাশি তিনি চলতি দক্ষিণ আফ্রিকা২০ (SA20)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। তার মধ্যেই মেলিন্ডা ফ্যারেলের সঙ্গে তাঁর ইউটিউব চ্যানেলে এক চ্যাটে, ডি ভিলিয়ার্স ফের ক্রিকেট খেলতে চান বলেই জানিয়েছেন। তিনি বলেন, 'আমি হয়তো একদিন ক্রিকেট খেলব। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমার বাচ্চারা আমাকে কিছুটা চাপের মধ্যে ফেলছে এবং আমার মনে হচ্ছে আমি তাদের সঙ্গে নেটে যেতে পারি।' ডি ভিলিয়ার্সের তিন সন্তান। দুই ছেলে আব্রাহাম এবং জন এবং মেয়ে ইয়েন্তে।
ডি ভিলিয়ার্স বলেন, 'আমার ছেলে আমাকে মেশিনের সাহায্যে বল করতে পারে। হয়তো আমি বাইরে বেড়াতে গিয়ে কোথাও একটু ক্রিকেট খেলতে পারি। আমি ব্যাপারটা বেশ গুরুত্ব দিয়েই বলছি। পেশাদার আইপিএল বা এসএ২০ নয়। কিন্তু, কে জানে যে অন্য কোথাও খেলব না?' ডি ভিলিয়ার্স খেলতে চাইলেও তাঁর প্রধান সমস্যা দৃষ্টিশক্তি। এই প্রাক্তন ক্রিকেটারের দৃষ্টিশক্তি এখন অনেকটাই 'ঝাপসা'।
সে সম্পর্কেও সচেতন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি বলেন, 'ডান দিকটা এখনও ঠিকঠাক কাজ করছে। আমি আমার সন্তানদের জন্যই ফের মাঠে ফেরার চেষ্টা করছি। দেখার চেষ্টা করছি, ক্রিকেট উপভোগ করতে পারি কি না? ব্যাপারটা অবশ্য বড় কিছু নয়। দেখি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামি!'
সামনেই আইপিএল শুরু হতে চলেছে। তিনি যে সেই ব্যাপারে কিছু ভাবছেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, 'আমি আরসিবি বা এইজাতীয় কিছু নিয়ে বলছি না। আমি ফের সেই চাপ নিতে চাই না। তবে, এবার আমি যেখানেই যাই না কেন, একটু আনন্দে থাকার চেষ্টা করব।' তাঁর ব্যাকরণ না মানা বেশ কিছু শট আজও দর্শকদের চোখে ভেসে আছে। সেই সব শট এই বিখ্যাত ব্যাটার স্টেডিয়ামের সব কোণে মেরেছেন। সেই কারণে অনুরাগীরা ডি ভিলিয়ার্সকে 'মিস্টার ৩৬০' উপাধিও দিয়েছেন।
আরও পড়ুন- 'আমাদের গম্ভীরকে আরও সময় দেওয়া উচিত,' সমালোচনা বিদ্ধ ভারতীয় হেড কোচের পাশে গাঙ্গুলি
ডি ভিলিয়ার্স ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি২০-তে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। এই পাওয়ার-হিটারের ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ৫০, ১০০ এবং ১৫০ রানের রেকর্ড আছে।