Ganguly on Gambhir: একের পর এক ম্যাচে এবং সিরিজে পরাজয়ের জেরে যখন তিনি বিশেষজ্ঞদের সমালোচনার তিরে, সেই সময় গাঙ্গুলিকে পাশে পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি মনে করছেন, 'গম্ভীরকে আরও সময় দেওয়া উচিত।' এমনটাই জানিয়েছেন সিএবি সভাপতি। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর টি২০ বিশ্বকাপ শেষে গম্ভীর ভারতের কোচের দায়িত্ব নেন। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মেন্টর হিসেবে তাঁর সফল ভূমিকা বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জয় শাহর প্রশংসা কুড়িয়েছিল। গম্ভীরকে ২০২৪ মরশুমে মেন্টর করেছিল কেকেআর। তারপরই কেকেআর তাদের ৩য় আইপিএল জেতে।
এই অসাধারণ সাফল্যের জন্যই গম্ভীরকে ভারতের কোচ নিয়োগ করা হয়। প্রাক্তন জাতীয় ক্রিকেটারের কাছে অনেক আশা ছিল। মনে করা হচ্ছিল যে তিনি ভারতীয় ক্রিকেটকে বিরাট উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু, তা সম্ভব হয়নি। উলটে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল একের পর এক ম্যাচে এবং সিরিজে মুখ থুবড়ে পড়ে।
গম্ভীরের কোচিংয়ে ভারত শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ এবং নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছে। যার ফলে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকেও ছিটকে গিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে, ভারতীয় দলের ড্রেসিংরুমে ফাটলের গুজব ছডা়নোয়। অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর এই তীব্র সমালোচনার মুখেই গাঙ্গুলি গম্ভীরকে সমর্থন করলেন। স্নেহাশিস জানিয়েছেন, ভারতীয় কোচের বিচার করাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গম্ভীরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে তাঁকে আরও সময় দেওয়াটা দরকার।
আরও পড়ুন- দৌড়তেও ভয় পেতাম একসময়, ইডেনে অন্ধকার দিনের কথা খুল্লামখুল্লা স্বীকারোক্তি শামির
সংবাদ সংস্থা এএনআইকে গাঙ্গুলি বলেছেন, 'ও যেভাবে দল চালাচ্ছে, আমি খুশি। গম্ভীরের মেন্টরশিপে ১২ বছর পর কেকেআর সাফল্য পেয়েছে। আমাদের ওকে আরও সময় দেওয়া উচিত। রাহুল দ্রাবিড়ের পরে ও দল হাতে নিয়েছে। তা মাত্র কয়েক মাস হয়েছে।' গম্ভীরের বর্তমান দায়িত্ব, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতানো। এর পরেই টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। আইসিসির এই ইভেন্ট ভারতীয় দলের হেড কোচের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ভালো পারফরম্যান্স গম্ভীরকে তাঁর জায়গা ধরে রাখতে সাহায্য করবে। কিন্তু, তিনি যদি ব্যর্থ হন, তাহলে গম্ভীরকে কোচের পদ থেকে সরিয়ে দিতে পারে বিসিসিআই। এমনটাই শোনা যাচ্ছে।