Advertisment

অবসর ভেঙে দেশের জার্সিতে ফিরছেন এবিডি, ঘুম কাড়বেন বিশ্বের বোলারদের

২০১৮ সালেই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন এবি। তবে অবসরপ্রাপ্ত অন্যান্য ক্রিকেটারদের মত সব টি২০ লিগ খেলেননা তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অবসর নিয়ে ফেলেছিলেন আগেই। তবে অবসর ভেঙে কি এবি ডিভিলিয়ার্স ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে? তাই নিয়েই এখন জোর আলোচনা সাউথ আফ্রিকা ক্রিকেটে।

Advertisment

২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত ছিলেন মহাতারকা। তবে বিশ্বকাপের জন্য তৎকালীন প্রোটিয়াজ ক্রিকেটে ম্যানেজমেন্ট ডিভিলিয়ার্সের ফেরায় সায় দেয়নি। সেই সময় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড এবিকে খেলাতে রাজি হলে, ইংল্যান্ডের দেখা যেত সুপারস্টারকে।

আরো পড়ুন: এবিডির ঘর আলো করে এল কন্যা সন্তান, আইপিএলের পরেই সুখবর পেলেন সুপারস্টার

তবে এখন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড প্রশাসনে পালাবদল ঘটেছে। নতুন ক্রিকেট কর্তাদের প্রধান মার্ক বাউচার। তিনি এবিকে ফেরানোর বিষয়ে সহানুভূতিশীল। জানা গিয়েছে, কোভিডে কারণে টি২০ বিশ্বকাপ পিছিয়ে না গেলে গত বছর অক্টোবর-নভেম্বরেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে দেখা যেত এবিকে।

সামনেই ইংল্যান্ড খেলতে আসছে দক্ষিণ আফ্রিকায়। সেই সিরিজের আগে মার্ক বাউচার ইঙ্গিত দিলেন এবি ডিভিলিয়ার্সকে জোড়া টি২০ বিশ্বকাপে ফেরানো হবে জাতীয় দলে। নিউজ১৮-কে মার্ক বাউচার জানান, "কোভিড পূর্ববর্তী সময়েই এবির প্রত্যাবর্তন নিশ্চিত ছিল। যখনই ও ভালো খেলে তখনই ওকে নিয়ে আলোচনা হয়। ও আইপিএলে খেলার সময় অবশ্য আমাদের মধ্যে আলোচনা হয়নি। আইপিএলেও দারুণ খেলল ও।"

পরিবারের সঙ্গে থাকার জন্য ২০১৮ সালেই জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন এবি। তবে অবসরপ্রাপ্ত অন্যান্য ক্রিকেটারদের মত সব টি২০ লিগ খেলেননা তিনি। মানঝি সুপার লিগ এবং আইপিএলেই একমাত্র দেখা যায় তাঁকে। বিগ ব্যাশ লিগ, বিপিএল, সিপিএল, পিএসএলের মত টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন। গত সপ্তাহেই বাবা হয়েছেন সুপারস্টার। আপাতত তিন-চার মাস পরিবারের সঙ্গেই থাকবেন।

ফের এবিকে দেখা যাবে কয়েকমাস পরের আইপিএলে। ২০২১-এ আইপিএল পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে এবির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভবনা। ১৫০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে এবি টি২০ ক্রিকেটে ৯১১১ রান করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket AB de Villiers
Advertisment