Advertisment

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারকে নিয়ে হুমকি ডিভিলিয়ার্সের, বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ সুপারস্টার

সেই সিরিজের পরেই স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার বোর্ডের কাছে অভিযোগ জানায়। বর্নবিদ্বেষের অভিযোগ থেকে মুক্তি পেতে প্রোটিয়াজ ক্রিকেট বোর্ডে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের নির্বাচনের ক্ষেত্রে নীতি চালু ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বর্ণবিদ্বেষের অভিযোগে এবার জড়িয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। কৃষ্ণাঙ্গ খায়া জনডোকে নির্বাচিত করা হলে তিনি ২০১৫-র ভারত সফর থেকে সরে দাঁড়াবেন। এমনটাই নাকি হুমকি দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ২৪-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

Advertisment

সেই প্রতিবেদনে ঢাল করা হয়েছে প্রোটিয়াজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট নোরম্যান অর্ডান্ডসের রিপোর্টকে। সেখানে জানানো হয়েছে, মুম্বইয়ে পঞ্চম অডিআই খেলার আগের রাতে পর্যন্ত স্কোয়াডে জনডোর নাম ছিল। পরে অভিষেকের আগেই বাদ পড়তে হয় তাঁকে। যা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাচন সংক্রান্ত নিয়মের পরিপন্থী।

আরও পড়ুন

ধোনিকে শাস্তির ভয় দেখিয়ে নিজেই চমকে যান আম্পায়ার! জানুন সেই গল্প

দক্ষিণ আফ্রিকা থেকে ডিন এলগারকে উড়িয়ে নিয়ে গিয়ে আহত জেপি ডুমিনির জায়গায় খেলানো হয়। তবে স্কোয়াডে থাকা জনডোকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। সেই ম্যাচের আগে এলগার মাত্র পাঁচটি ওয়ানডে খেলেছিলেন। টানা ৭০ ম্যাচে দলে নির্বাচনের জন্য তাঁকে বিবেচনাও করা হয়নি।

সেই সিরিজের পরেই স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার বোর্ডের কাছে অভিযোগ জানায়। বর্নবিদ্বেষের অভিযোগ থেকে মুক্তি পেতে প্রোটিয়াজ ক্রিকেট বোর্ডে কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের নির্বাচনের ক্ষেত্রে নীতি চালু ছিল। অভিযোগ করা জয়, বর্তমানে কৃষ্ণাঙ্গদের জল বওয়ার জন্যই নির্বাচিত করা হয়।

জনডো-এলগারের ঘটনা শেয়ার করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এশওয়েল প্রিন্সও। সেই বছরের বিশ্বকাপ সেমিফাইনালে কাইল এবটের জায়গায় ভার্ণন ফিল্যান্ডারকে খেলাতে নাকি বাধ্য হন এবি ডিভিলিয়ার্স। সবমিলিয়ে এমন অভিযোগ প্রকাশ্যে আসায় বেশ বিপাকে এবি ডিভিলিয়ার্স।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

AB de Villiers South Africa
Advertisment