Advertisment

Abhinav Bindra: সর্বোচ্চ সম্মান প্রদান অলিম্পিক কমিটির, প্রথম ভারতীয় হিসেবে বিরল কৃতিত্ব বিন্দ্রার

Shooter Abhinav Bindra: ১০ আগস্ট প্যারিস অলিম্পিক সমাপ্তির একদিন আগে, ১৪২তম আইওসি অধিবেশনের সময় বিন্দ্রাকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhinav Bindra, IOC, অভিনব বিন্দ্রা, আইওসি,

Abhinav Bindra-IOC: ২০০৮ সালে বেজিং গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট জিতে বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। (ফাইল ছবি)

Olympic gold medal winning shooter Abhinav Bindra: অলিম্পিকে স্বর্ণপদকজয়ী শুটার অভিনব বিন্দ্রাকে সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) 'অলিম্পিক অর্ডার' সম্মানে ভূষিত করল। অলিম্পিক অর্ডার হল আইওসি (IOC)-র সর্বোচ্চ পুরস্কার। অলিম্পিকে বিশিষ্ট অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের ১০ আগস্ট প্যারিস অলিম্পিক সমাপ্তির একদিন আগে, ১৪২তম আইওসি অধিবেশনের সময় বিন্দ্রাকে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisment

৪১ বছরের বিন্দ্রা, ২০০৮ সালে বেজিং গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। তিনিই ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয়। বিন্দ্রা ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের (ISSF) অ্যাথলিট কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সাল থেকে এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সাল থেকে আইওসি অ্যাথলিট কমিশনের সদস্য ছিলেন।

বিন্দ্রাকে ২০ জুলাই লেখা চিঠিতে আইওসি জানিয়েছে, 'এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আপনাকে অলিম্পিকে অসামান্য পরিষেবার জন্য অলিম্পিক অর্ডার দিয়ে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' বিন্দ্রার কাছে ২০ জুলাই ওই চিঠি এসে পৌঁছেছে। 'অলিম্পিক অর্ডার' এমন একজন ব্যক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়া হয়, যিনি তাঁর কাজের মাধ্যমে অলিম্পিকের আদর্শকে তুলে ধরেছেন। ক্রীড়া জগতে উল্লেখযোগ্য যোগ্যতা অর্জন করেছেন। অথবা অলিম্পিকের জন্য অসামান্য পরিষেবা প্রদান করেছেন। সেটা হতে পারে তাঁর নিজের ব্যক্তিগত সাফল্যের মাধ্যমে। অথবা, উন্নয়নে অবদানের মাধ্যমে। কাকে এই সম্মান দেওয়া হবে, তা অলিম্পিক অর্ডার কাউন্সিল প্রস্তাব দেয়। সিদ্ধান্ত নেয় নির্বাহী বোর্ড।

আরও পড়ুন- হার্দিক পান্ডিয়াকে কি ‘ড্রেসিংরুমের প্রতিক্রিয়া’তেই অধিনায়ক করা হল না? কী বোঝাতে চাইলেন গম্ভীর-আগরকার

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই সম্মানের জন্য ভারতীয় শুটারকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মান্ডাভিয়া বলেছেন যে বিন্দ্রার কৃতিত্ব দেশকে গর্বিত করেছে। আর, সেই কারণে এই সম্মান তাঁর সত্যিই প্রাপ্য। মান্ডাভিয়া আরও জানিয়েছেন যে বিন্দ্রার নাম শুটার এবং অলিম্পিয়ানদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

Olympics Sports News Paris Shooting
Advertisment