Abhishek Nayar KKR Return: টিম ইন্ডিয়ার ছাঁটাইয়ের পর 'নতুন চাকরি', এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন অভিষেক

Abhishek Nayar Controversy: ২০২৪ আইপিএল টুর্নামেন্টের পর অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু, এক বছরের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে।

Abhishek Nayar Controversy: ২০২৪ আইপিএল টুর্নামেন্টের পর অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু, এক বছরের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Abhishek Nayar

কলকাতা নাইট রাইডার্সে ফের যোগ দিলেন অভিষেক নায়ার

Abhishek Nayar KKR: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সম্পর্ক কয়েকদিন আগেই ছিন্ন হয়ে গিয়েছিল সহকারি কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar)। আর এবার তিনি ফের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিলেন। কেকেআর ব্রিগেডের পক্ষ থেকে ইতিমধ্যে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গত শুক্রবারই ইনস্টাগ্রামে কেকেআর ব্রিগেডের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে আবারও চলতি আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের যোগ দিতে পারেন অভিষেক। কেকেআর ব্রিগেডে সহকারি কোচ হিসেবেই ফের যোগদান করেছেন তিনি।

Advertisment

টিম ইন্ডিয়া থেকে ছাঁটাই করা হয়েছে অভিষেককে

২০২৪ আইপিএল টুর্নামেন্টের পর অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু, এক বছরের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন অভিষেক। তাঁর কোচিংয়ে ট্রফিও জয় করেছিল কেকেআর ব্রিগেড। এর পাশাপাশি তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয়লাভ করে।

Advertisment

একনজরে অভিষেকের কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে অভিষেক নায়ার ৩ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। এরমধ্যে একটি ম্য়াচে তিনি শূন্য রানে আউট হয়ে যায়। এর পাশাপাশি ১০৩ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্য়াচে তিনি ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। ১০৩ প্রথম শ্রেণীর ম্য়াচে তিনি ৪৫.৬২ ব্যাটিং গড়ে মোট ৫,৭৪৯ রান করেন। এর পাশাপাশি ৯৯ লিস্ট এ ম্য়াচে তিনি ৩১.০৮ ব্যাটিং গড়ে মোট ২,১৪৫ রান করেছেন। অন্যদিকে, ৯৫ টি-২০ ম্য়াচে নায়ার ব্যাট হাতে ২১.৫১ গড়ে মোট ৯৫ রান করেন।

Gautam Gambhir: নিজের পিঠ বাঁচাতেই 'সম্মতি' গম্ভীরের? অভিষেকের ছাঁটাই নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পাশাপাশি আইপিএল টুর্নামেন্টেও তিনি চারটে ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেন। রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস এবং পুনে ওয়ারিয়র্স। ৬০ ম্য়াচে ১৭.৬৮ গড়ে তিনি মোট ৬৭২ রান করেছেন।

Abhishek Nayar IPL 2025 Kolkata Knight Riders Gautam Gambhir