Gautam Gambhir: নিজের পিঠ বাঁচাতেই 'সম্মতি' গম্ভীরের? অভিষেকের ছাঁটাই নিয়ে বিস্ফোরক প্রশ্ন

Gautam Gambhir Head Coach: টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পর যদি কাউকে ছাঁটতেই হত, তাহলে সেই তালিকায় তো সবার উপরে গৌতম গম্ভীরের নাম থাকার কথা। গম্ভীর তো টিম ইন্ডিয়ার হেড কোচ!

Gautam Gambhir Head Coach: টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পর যদি কাউকে ছাঁটতেই হত, তাহলে সেই তালিকায় তো সবার উপরে গৌতম গম্ভীরের নাম থাকার কথা। গম্ভীর তো টিম ইন্ডিয়ার হেড কোচ!

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর

Gautam Gambhir Team India: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত বড়সড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। ইতিমধ্যে, টিম ইন্ডিয়ার কোচিং স্টাফদের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করেছে বিসিসিআই (BCCI)। টিম ইন্ডিয়ার সহকারি কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) ছাঁটাই করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ অপরিহার্য নয়। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বোর্ডের এই সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। 

Advertisment

কারণ টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পর যদি কাউকে ছাঁটতেই হত, তাহলে সেই তালিকায় তো সবার উপরে গৌতম গম্ভীরের নাম থাকার কথা। গম্ভীর তো টিম ইন্ডিয়ার হেড কোচ! কিন্তু, গম্ভীরকে বাদ দিয়ে কেন গম্ভীরকে বলির পাঁঠা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন, নিজের পিঠ বাঁচাতেই অভিষেক নায়ারের ছাঁটাইয়ে নাকি পরোক্ষ সম্মতি জানিয়েছেন গম্ভীর নিজেই।  

Zaheer Khan on Gautam Gambhir: গম্ভীরের কোচিংয়ের কড়া সমালোচনা জাহিরের, করলেন বড় মন্তব্য

অভিষেক নায়ারের ছাঁটাই বিতর্কে এক নয়া টুইস্ট এসে উপস্থিত। দলের হেড কোচ গৌতম গম্ভীর নাকি সহকারি কোচ অভিষেক নায়ারের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কোনও দ্বিমত প্রকাশ করেননি। এদিকে গম্ভীর নিজেই হেড কোচ হওয়ার পর অভিষেককে টিম ইন্ডিয়ার সহকারি কোচ হিসেবে নিয়োগ করেছিলেন। এমনকী, এর আগে তাঁরা দুজনে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে একসঙ্গে কাজ করেছেন।

Advertisment

Gautam Gambhir’s response: ৪র্থ টি২০-র বদলি বিতর্ক নিয়ে সাফাই গম্ভীরের, বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা ভারতের হেড কোচের

হিন্দুস্তান টাইমসে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর একজন আধিকারিক জানিয়েছেন, 'নায়ারকে ছাঁটাই করার সিদ্ধান্তে গম্ভীর কোনও বাধা দেননি। টেন দুশখাতে এবং মর্নি মর্কেলকে দলে নেওয়ার জন্য তিনি যথেষ্ট কাঠখড় পুড়িয়েছিলেন। সেক্ষেত্রে এইভাবে ওকে ছাঁটাই করার কোনও মানে হয় না।'

Gautam Gambhir's sacking chances: চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ড সফরের পরই সরানো হতে পারে গৌতম গম্ভীরকে?

উল্লেখ্য, এর আগে ঘরের মাঠে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতেও ১-৩ ব্যবধানে হেরে যায়। এই জোড়া ধাক্কার পরই গম্ভীরের ডানা ছাঁটতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল বিসিসিআই।

Tilak Varma credits Gautam Gambhir advice: গম্ভীরের জন্যই এসেছে জয়! ম্যাচ জিতিয়ে বড় স্বীকারোক্তি সুপার-তিলকের

অভিষেককে ছাঁটাই করার ব্যাপারে গম্ভীর কোনও প্রতিবাদ করেননি। বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে, গম্ভীর বরং ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল এবং অপর অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান টেন দুশখাতের চাকরি বাঁচাতে অনেক বেশি তৎপর ছিলেন। নায়ারের মতোই এই দুজনকেও গম্ভীরের কথাতেই ভারতীয় ক্রিকেট দলে নিয়োগ করা হয়েছিল। আগামী ৩১ মে পর্যন্ত অভিষেক নায়ারের সঙ্গে চুক্তি ছিল বিসিসিআই-এর।

প্রকাশ্যে নয়া আপডেট

শুধুমাত্র অভিষেক নায়ারই নন, ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইও নিজেদের চাকরি খুইয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে গত ৩ বছর ধরে তাঁরা যুক্ত ছিলেন। বিসিসিআই-এর নতুন নিয়মাবলীর সঙ্গে তাঁরা মানিয়ে নিতে পারছিলেন না। শোনা যাচ্ছে, আদ্রিয়ান লি রক্সকে টিম ইন্ডিয়ার আগামী স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। ২০০৩ সালে আয়োজিত বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ারস্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন এই আদ্রিয়ান। যদিও এই ব্যাপারে কোনও পাকা খবর পাওয়া যায়নি। 

Abhishek Nayar Indian Cricket Team Gautam Gambhir