/indian-express-bangla/media/media_files/2025/06/17/CfuuelJG1teYRW9jmJ8n.jpg)
মানোলোই ভাঙছেন মোহনবাগানের ঘর?
Mohun Bagan: আগামী মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে। নতুন মরশুমে বাগান ম্য়ানেজমেন্ট একাধিক তারকা ফুটবলারকে টার্গেট করেছিল। সেই তালিকায় নাম ছিল অভিষেক সিংয়েরও (Tekcham Abhishek Singh)। এই ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা কার্যত পাকা করে ফেলেছিল মোহনবাগান। কিন্তু, এই আলোচনায় বাগড়া দিয়েছেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কোয়েজ (Manolo Marquez)। এখন শোনা যাচ্ছে, অভিষেক নাকি আর মোহনবাগানের হয়ে খেলবেন না। কি হয়েছে ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
অভিষেক টেকচাম সিং অনিশ্চিত মোহনবাগানে
মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে অভিষেক টেকচাম সিংয়ের যে কথাবার্তা অনেকদুর এগিয়ে গিয়েছে, সেই খবর কারোর কাছেই অজানা নয়। তবে সম্প্রতি রেভ স্পোর্টস একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে, অভিষেক নাকি আপাতত মোহনবাগান সুপার জায়ান্টে আসছেন না। কিন্তু, কেন? ওই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে, অভিষেক এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন মানোলো মার্কোয়েজ। সহজ ভাষায়, মার্কোয়েজই নাকি অভিষেককে মোহনবাগানে সই করতে বারন করেছেন।
Mohun Bagan Super Giant: 'এবার ডাবল স্ট্রাইকারে খেলবে মোহনবাগান', সভাপতি হয়েই বড় ঘোষণা দেবাশিসের
কেন আচমকা বারন করতে গেলেন মার্কোয়েজ? ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে জঘন্য পারফরম্য়ান্সের পর, ইতিমধ্যেই মার্কোয়েজের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। এখন তিনি শুধুমাত্র এফসি গোয়া ফুটবল দলকেই কোচিং করাবেন। আর সেকারণেই তিনি নিজের ঘর গোছাতে মোহনবাগানের সংসার অবলীলায় ভাঙছেন। ওই ভিডিওতে বলা হয়েছে, ভারত বনাম হংকং ম্য়াচের পরই মানোলোর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় এই ভারতীয় ফুটবলারের। সেখানেই তিনি নাকি অভিষেককে মোহনবাগানে আসতে মানা করেছেন। তাঁর যুক্তি, মোহনবাগানে যেহেতু শুভাশিস বসু রয়েছেন, সেখানে অভিষেক খুব একটা বেশি খেলার সুযোগ পাবেন না। আর এই কথা শুনেই নাকি অভিষেক পিছিয়ে এসেছেন।
আপাতত যা খবর, অভিষেক সিং নাকি গোয়াতেই যোগ দিচ্ছেন। কারণ মানোলো তাঁকে আশ্বস্ত করেছেন, অভিষেক যোগ দিলে তিনি জয় গুপ্তাকে ছেড়ে দেবেন। ইস্টবেঙ্গল এফসি অনেকদিন ধরেই জয় গুপ্তার উপর নজর রেখেছিল। এই পরিস্থিতিতে যদি গোয়া তাঁকে ছেড়ে দেয়, তাহলে জয় আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতেই খেলবেন। মাঝখান থেকে মোহনবাগানের সমস্যা যে কিছুটা হলেও বাড়ল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।