/indian-express-bangla/media/media_files/2025/06/28/abhishek-tekcham-singh-2025-06-28-13-02-18.jpg)
মোহনবাগানে সই করেছেন অভিষেক টেকচাম সিং
Mohun Bagan Super Giant 2025: অভিষেক টেকচাম সিংকে ইতিমধ্যে দলে টেনে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। পঞ্জাব এফসি-র এই ফুটবলারকে তিন বছরের চুক্তিতে সই করানো হয়েছে। শোনা যাচ্ছে, অভিষেককে (Abhishek Tekcham Singh Transfer) দলে নেওয়ার জন্য প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হয়েছে মোহনবাগানকে। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রের খবর, ইতিমধ্যে দু'পক্ষ মৌখিক চুক্তি সেরে ফেলেছে। স্পোর্টস্টারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অভিষেক নাকি ইতিমধ্যেই পঞ্জাব এফসি'কে জানিয়ে দিয়েছে, প্রাক-মরশুম শিবিরে সে আর যোগ দিতে পারবে না। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে এই শিবির শুরু হবে। সেইসময় অভিষেক কলকাতায় আসবেন। সেখানেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হবে। তারপর মোহনবাগানের সঙ্গে প্রাক-মরশুম শিবিরে যোগ দেবেন।
পঞ্জাব এফসি'র সঙ্গে অভিষেক টেকচাম সিংয়ের এখনও পর্যন্ত এক বছরের চুক্তি বাকি রয়েছে। যদিও তার জন্য তিনটে ফুটবল ক্লাব একসঙ্গে ঝাঁপিয়েছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং এফসি গোয়া। নিলামের দর কষাকষিতে অভিষেকের ট্রান্সফার ভ্যালু ৬ কোটির উপরে চলে যায়। এরপর প্রথমে নাম প্রত্যাহার করে ইস্টবেঙ্গল। সেই একই পথে পা বাড়ায় এফসি গোয়াও।
গত মরশুমে মোহনবাগান আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি দুটোই জয় করেছিল। এরপর দলে বেশ কিছু বদল দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে সবুজ-মেরুন জার্সি ছেড়ে দিয়েছেন আশিক কুরুনিয়ান। ফলে লেফট উইং-ব্যাকের জায়গাটা আপাতত ফাঁকাই রয়েছে। ওই জায়গায় অভিষেক নিজেকে খুব ভাল করে মানিয়ে নিতে পারবেন। পাশাপাশি ডানদিকটাও অভিষেক খুব ভাল নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে আশিস রাইকে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখেও ফেলতে পারেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল মরশুমে এই তরুণ ফুটবলার পঞ্জাব এফসি-র হয়ে ২২ ম্য়াচ খেলেছেন। ফুল-ব্যাক হিসেবেই তাঁকে অধিকাংশ ম্য়াচে দেখতে পাওয়া গিয়েছিল। আটটি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি দলের রক্ষণেও যথেষ্ট ভরসা দিয়েছিলেন। এছাড়া ৮৬ ডুয়েলে তিনি জয়লাভ করেন। ৮ এরিয়াল ব্যাটলেও। এই দুর্দান্ত ফর্মের কথা মাথায় রেখেই টিম ইন্ডিয়ার সিনিয়র দলের কোচ মানোলো মার্কোয়েজ তাঁকে ডেকে নেন।
সম্প্রতি টিম ইন্ডিয়ায় ডেবিউ হয়েছে অভিষেকের
চলতি বছর মার্চ মাসে মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের হয়ে ডেবিউ করেছিলেন অভিষেক। এই ম্য়াচে ভারত ৩-০ গোলে জয়লাভ করেছিল। টিম ইন্ডিয়ার ক্লিন শিট বজায় রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন মণিপুরের এই ফুটবলার। চলতি মাসের আন্তর্জাতিক উইন্ডোতেও ভারতীয় ফুটবল দলের হয়ে জোড়া ম্য়াচ খেলেন তিনি।
তবে ২০২৫-২৬ মরশুমে আইএসএল টুর্নামেন্ট হবে কি না, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর এই ধোঁয়াশার কারণেই বেশ কয়েকটি দলের ট্রান্সফার পরিকল্পনাতেও ব্যাঘাত ঘটছে। সেই তালিকায় নাম রয়েছে মোহনবাগান এবং গোয়ারও।
আদৌ হবে তো ২০২৫-২৬ আইএসএল টুর্নামেন্ট?
আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনা করে দ্য ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে তাদের একটা ১০ বছরের চুক্তি (মাস্টার রাইটস এগ্রিমেন্ট) রয়েছে। আগামী ২০২৫ সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ লিগের ঠিক মাঝামাঝি সময়ে এই চুক্তি শেষ হতে চলেছে।
Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের
আর এই অনিশ্চয়তার কারণেই বেশ কয়েকটি আইএসএল ফ্র্যাঞ্চাইজি নতুন ফুটবলারদের সই করানোর ব্যাপারে সাময়িক 'ধীরে চলো' নীতি গ্রহণ করেছে। তবে কয়েকটি ক্লাব অবশ্য ইতিমধ্যে ঘরোয়া ফুটবলারদের সই করাচ্ছে। FSDL ইতিমধ্যে ইন্ডিয়ান্স সুপার লিগের ভবিষ্যত পরিকল্পনার একটি খসড়া AIFF-কে পাঠিয়েছে। তবে আগামী ১৮ জুলাইয়ের আগে এই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।