Mohun Bagan Super Giant Updates: কাটল যাবতীয় আশঙ্কার মেঘ, মোহনবাগানেই সই করলেন তারকা ফুটবলার

Mohun Bagan Super Giant: আগামী মরশুমে দলগঠনের কাজ ইতিমধ্য়ে শুরু হয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে এক বাঘা ফুটবলারকে সই করানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে।

Mohun Bagan Super Giant: আগামী মরশুমে দলগঠনের কাজ ইতিমধ্য়ে শুরু হয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যে এক বাঘা ফুটবলারকে সই করানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Fans (1)

কিয়ানের ঘর ওয়াপসির খবরে খুশি মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan Super Giant: আগামী মরশুমের (ISL 2025-26) জন্য ব্লকবাস্টার চুক্তি সম্পন্ন করার পথে মোহনবাগান সুপার জায়ান্ট। জানা গিয়েছে, পঞ্জাব এফসি-র (Punjab FC) মুঠো থেকে কার্যত ছিনিয়ে নিচ্ছে অভিষেক টেকচাম সিংকে (Abhishek Tekcham Singh)। অভিষেককে সই করানোর ব্যাপারে দৌড়ে ছিল ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়া। কিন্তু, কেউই এই দুর্দান্ত ফুল-ব্যাককে সই করাতে পারেনি। সূত্রের খবর, ৮.১ কোটি টাকায় এই চুক্তি সম্পন্ন করা হয়েছে। ভারতীয় ফুটবল ইতিহাসে এমন আকাশছোঁয়া টাকার অঙ্কে ট্রান্সফারের নজির একেবারেই বিরল।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালের মার্চ মাসে অভিষেক টেকচাম সিং ভারতীয় ফুটবল দলে ডেবিউ করেছিলেন। মানোলো মার্কোয়েজের কোচিংয়ে মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলতে নেমেছিল ভারত।

অন্যদিকে, ২০২২-২৩ আই লিগ মরশুমে পঞ্জাব এফসি-র হয়ে ডেবিউ করেন অভিষেক। এরপর পঞ্জাব এফসি ইন্ডিয়ান সুপার লিগ খেলার যোগ্যতা অর্জন করে। মণিপুরের এই ফুটবলার আইএসএল টুর্নামেন্টেও পঞ্জাবের অতন্দ্র প্রহরী হয়েই খেলতে নামেন। 

Advertisment

Mohun Bagan Super Giant: সেরার সেরা মোহনবাগান, সাফল্যের মন্ত্র কী? রহস্য ফাঁস সবুজ-মেরুন তারকার

একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি। ২০২৪-২৫ আইএসএল মরশুমে অভিষেক টেকচাম সিং মোট ১,৯৫৮ মিনিট মাঠে ছিলেন। পাশাপাশি ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কোয়েজের নজরেও এসেছেন তিনি। আর সেকারণেই দেশের সেরা ফুটবল ক্লাবগুলো তাঁর দিকে হাত বাড়িয়েছে।

Mohun Bagan Super Giant: বড় সিদ্ধান্তের পথে মোহনবাগান! মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের

টাকার অঙ্কে ছিটকে যায় ইস্টবেঙ্গল?

ইতিপূর্বে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব অভিষেক টেকচাম সিংয়ের দিকে হাত বাড়িয়েছিল। সূত্রের খবর, মণিপুরের এই ফুটবলারের জন্য তাঁরা ১.৩ কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি ছিল। এরপর মোহনবাগান ১.৫ কোটি টাকার অফার দেয়। তারপরই ইস্টবেঙ্গল লড়াই থেকে ছিটকে গিয়েছিল।

Mohun Bagan Transfer Update: মোহনবাগানের সুখের সংসারে আগুন! ISL জয়ী ক্লাবে যোগ দিচ্ছেন সবুজ-মেরুনের 'বাঘের বাচ্চা'

এই দৌড়ে নাম লিখিয়েছিল এফসি গোয়াও। কিন্তু, তারাও অভিষেকের জন্য খুব বেশি দর হাঁকতে চায়নি। অবশেষে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল দুটো ক্লাবই আকাশছোঁয়া স্যালারি এবং হাই ট্রান্সফার ফি-র কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। 

Lionel Messi Jersey To Mohun Bagan: মেসির জন্মদিনে 'বিশেষ উপহার' পেল মোহনবাগান, আনন্দে উত্তাল সবুজ-মেরুন সমর্থকরা

সূত্রের খবর, অভিষেককে নাকি দলে টানার জন্য পঞ্জাব এফসি-কে ১.৮ কোটি টাকা ট্রান্সফার ফি দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। মণিপুরের এই ফুটবলারের সঙ্গে ৩ বছরের চুক্তি করা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতেই ময়দান কাঁপাবেন অভিষেক টেকচাম সিং।

Punjab FC ISL 2025-26 Mohun Bagan Super Giant Abhishek Tekcham Singh