Advertisment

Adam Gilchrist on Jasprit Bumrah: বুমরার সামনে পড়লে ব্র্যাডম্যানের কেরিয়ার শেষ হয়ে যেত! বিস্ফোরক দাবি গিলক্রিস্টের

Adam Gilchrist on Jasprit Bumrah: সদ্য শেষ হওয়া বর্ডার গাভাসকার ট্রফিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বুমরা। বারবার অজি ব্যাটিং অর্ডারে ভাঙচুর চালিয়েছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, জসপ্রীত বুমরা,

Adam Gilchrist on Jasprit Bumrah and Don Bradman: ২০২৪-এ ৭১ উইকেট শিকার করেছিলেন জসপ্রীত বুমরা। গড় ছিল ১৪.৯৩। সম্প্রতি সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩১ বছর বয়সী এই তারকা বোলার নতুন উচ্চতায় পৌঁছেছেন। খেলার পরিস্থিতি যাই হোক না কেন, প্রতিপক্ষ হিসাবে ক্রিজে যে ব্যাটারই থাকুন না কেন, বুমরা প্রতিটি স্পেলে ঝাঁঝরা করে দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের।

Advertisment

অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্ট এতটাই প্রভাবিত যে বলে দিয়েছেন, বুমরাহ "ছিন্নভিন্ন" করে দিতেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গড় (৯৯.৯৪) রেকর্ডধারী ডন ব্র্যাডম্যানকেও। বুমরাহকে কীভাবে মূল্যায়ন করবেন এই প্রশ্নের জবাবে গিলক্রিস্ট "ক্লাব প্রেরি ফায়ার পডকাস্টে" বলেছেন, "আমি তাকে রেটিং দিচ্ছি না, বিশ্ব ক্রীড়ায় তার যা অবস্থান, তার জন্য কোনো সংখ্যা যথেষ্ট নয়।"

সেই সঙ্গে কিংবদন্তি কিপার-ব্যাটার আরও বলেন, "ব্র্যাডম্যানের শীর্ষ সময়েও বুমরা ব্র্যাডম্যানকে ধ্বংস করে দিতেন। ৯৯-এর (ব্র্যাডম্যানের ব্যাটিং গড়) অনেক নিচে নেমে যেতেন তিনি। আপনি তার জন্য যতই উচ্চ পুরস্কার দিন তা কখনোই যথেষ্ট হবে না।"

মেলবোর্ন টেস্টের সময় বুমরাহর প্রশংসা করে অ্যাডাম গিলক্রিস্ট বলেছিলেন, "এটা একেবারেই আলাদা খেলা, আলাদা গ্রহ। যেখানে বুমরাহ খেলছেন অন্য সবার তুলনায় অন্য মেজাজে।"

Advertisment

অস্ট্রেলিয়ার অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের মতো গিলক্রিস্টের প্রশংসাও সম্পূর্ণ যুক্তিসঙ্গত ছিল। তারকা ভারতীয়কে অতীতের ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই তুলনা আরও গতি পেয়েছিল যখন তিনি ২০০ উইকেট মাইলফলক স্পর্শ করেছিলেন ২০-র কম গড় নিয়ে।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও অবশ্য ভালো ছন্দে ছিলেন না। কারণ তাদের অবশ্যই বুমরাহর মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু অজি ব্যাটারদের তুলনায় ভারতীয় ব্যাটসম্যানদের অসঙ্গতি আরও বেশি লক্ষণীয় ছিল। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার (নং ১ থেকে ৭) গড় ছিল ২৮.৭৯। যেখানে ভারতীয়দের ব্যাটিং গড় ছিল ২৪.৬৭। অস্ট্রেলিয়ার তরফে সিরিজে চারটি শতক এবং আটটি ৫০ এসেছিল। ভারতের সেই তুলনায় ছিল দুটি সেঞ্চুরি এবং ৬টি ৫০। ৯ থেকে ১১ নম্বর ব্যাটিং পজিশনে অস্ট্রেলিয়ার গড় ছিল ১৫। ভারতীয়দের যেখানে ৯.৬৪।

Cricket News Jasprit Bumrah Border-Gavaskar Trophy Don Bradman
Advertisment