Advertisment

মাঠেই ভয়ঙ্কর বিক্ষোভের মুখে কোহলিরা! আদানি-প্রতিবাদে ক্রিকেটারদের নিরাপত্তা সংশয়ে

সতর্কবার্তা দিতেই প্ৰতিবাদকারীরা বেছে নিয়েছে ভারত অস্ট্রেলিয়ার প্রথম ওডিআইকে। সিডনি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে মুহুর্মুহু স্লোগান দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত অস্ট্রেলিয়া ম্যাচেই অপ্রীতিকর পরিস্থিতি। যা নিয়ে প্রশ্নের মুখে ক্রিকেটারদের নিরাপত্তা। ম্যাচ শুরুর প্রথম ঘন্টাতেই প্ল্যাকার্ড হাতে মাঠে নেমে পড়লেন দুই প্রতিবাদী। তারপরেই তাদের এসকর্ট করে বের করে দেওয়া হয়।

Advertisment

এক প্রতিবাদীর প্ল্যাকার্ডে লেখা ছিল, "আদানিদের ১ বিলিয়ন লোন বন্ধ করুক।" ষষ্ঠ ওভারের ঘটনা। সেই সময় ক্রিকেটারদের কাছেই চলে এসেছিলেন দুজন। নবদীপ সাইনি বোলিং মার্কে বল হাতে তৈরি হচ্ছিলেন। তারপরেই সেই ঘটনা।

আরো পড়ুন: ‘বড়’ ভুল গিলক্রিস্টের, ক্ষমা চাইতে হল সাইনি, সিরাজের কাছে

খেলা থামিয়ে দেওয়ার পর ধারাভাষ্যকার গিলক্রিস্ট বলছিলেন, "দুজন বেআইনি অনুপ্রবেশকারীকে দেখতে পাচ্ছি। কিছু একটা বিষয়ে প্রতিবাদ চলছে। আপাতত নিরাপত্তাকর্মীরা এদের বের না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নিরাপত্তাকর্মীরা যদিও কোনো তাড়াহুড়ো করছে না।"

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সম্প্রতি কয়লা খনিতে বিনিয়োগ করছেন আদানি গ্রুপ। সেই নিয়েই গোটা অস্ট্রেলিয়ায় প্রতিবাদ চলছে। চালু হয়েছে আদানি 'গো ব্যাক' স্লোগান। ম্যাচের একজন প্রতিবাদকারী বেন বোর্ডেত জানিয়েছেন, "লাখো লাখো ভারতীয় করদাতা যারা এই ম্যাচ দেখছেন তাদের জানা উচিত যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করদাতাদের অর্থ একজন পরিবেশ বিনষ্টকারী বিলিওনেয়ারের হাতে তুলে দিচ্ছে।" প্রতিবাদকারীদের আশঙ্কা এই প্রজেক্ট বাস্তবায়িত হলে গ্লোবাল ওয়ার্মিং তো বটেই গ্রেট ব্যারিয়ার রিফ-ও ক্ষতিগ্রস্ত হবে।

এই সতর্কবার্তা দিতেই প্ৰতিবাদকারীরা বেছে নিয়েছে ভারত অস্ট্রেলিয়ার প্রথম ওডিআইকে। সিডনি ক্রিকেট স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে মুহুর্মুহু স্লোগান তুলতে থাকেন তাঁরা।

করোনা অতিমারীর পর এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল ভারত। আর ফেরার দিনেই সমস্যার মুখোমুখি টিম ইন্ডিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia
Advertisment