Advertisment

AFG vs NZ: ভারতের বিশ্বকাপজয়ী কোচকে গুরু বাছল নিউজিল্যান্ড! গর্বের সিংহাসনে ভারতীয় ক্রিকেট

Afghanistan vs New Zealand one-off test: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে নামার আগে নিউজিল্যান্ড ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করল কিছুদিন আগেই টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে থাকা বিক্রম রাঠোরকে

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India t20 World cup champion

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল (টুইটার)

Vikram Rathour in New Zealand coaching stuff: সদ্য প্রাক্তন টিম ইন্ডিয়া কোচ বিক্রম রাঠোরকে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল নিউজিল্যান্ড ক্রিকেট টিম। গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে আগামী সোমবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টেস্টে খেলতে নামছে কিউইরা। তার আগে রাঠোরকে স্বল্পকালীন মেয়াদে ব্যাটিং কোচ করল ব্ল্যাক ক্যাপস বাহিনী।

Advertisment

নব্বইয়ের দশকে বিক্রম রাঠোর জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট খেলেছিলেন। ২০১২-এ জাতীয় নির্বাচকও হন তিনি। তারপর রবি শাস্ত্রীর জমানায় ব্যাটিং কোচ হিসাবে টিম ইন্ডিয়ায় যোগদান করেন। এমনকি শাস্ত্রী জমানা খতমের পরেও দ্রাবিড় যুগে সহকারী কোচের পদে আসীন ছিলেন তিনি। টি২০ বিশ্বকাপ জেতার পর ভারতের কোচিং স্টাফ পুরো বদলাতে হয়। গুরু দ্রাবিড়ের সঙ্গেই কোচিংয়ের মেয়াদ শেষ হয়েছিল বিক্রম রাঠোরের।

কিছুদিন আগেই দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের সদস্য শ্রীধরণ শ্রীরামকে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য সহকারী কোচের দায়িত্ব দিয়েছে আফগানিস্তান। তিনিও ২০১৪-২০২১ পর্যন্ত টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ ছিলেন। শাস্ত্রী-দ্রাবিড় দুই জমানাতেই কোচিং করিয়েছেন জাতীয় দলে। কয়েকদিন আগেই জিম্বাবোয়ে হেড কোচ হিসেবে নিয়োগ করেছে ডোড্ডা গণেশকে। বিশ্বক্রিকেটে ভারতীয় কোচেদের যে এখন রমরমা বাজার, তা আর বলার অপেক্ষা রাখে না।

<আরও পড়ুন- জাতীয় দলে জায়গা না পেয়ে ভারত ছেড়েছিলেন, মৃত্যুর সঙ্গে মর্মান্তিক লড়াইয়ে তারকা ক্রিকেটার

নিউজিল্যান্ড আফগানিস্তান টেস্টের জন্য স্পিন কোচিংয়ের দায়িত্ব দিয়েছে রঙ্গনা হেরাথকে। সাকলিন মুস্তাক এতদিন কিউই দলের বোলিং পরামর্শদাতা হিসাবে নিযুক্ত ছিলেন। তবে পাকিস্তানের ক্রিকেটে দায়িত্ব পেয়ে নিউজিল্যান্ডকে বিদায় জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট তো বটেই রঙ্গনা হেরাথ নিউজিল্যান্ডের কোচিং স্টাফে থাকবেন নিজের দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধেও।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, রঙ্গনা হেরাথ এবং বিক্রম রাঠোর স্থানীয় পরিবেশ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। দুজনেই দলের কোচিং স্টাফে মূল্য যোগ করবেন। "আমাদের টেস্ট দলে রঙ্গনা হেরাথ এবং বিক্রমকে অন্তর্ভুক্ত করে পেরে আমরা বেশ উত্তেজিত। দুজনেই বিশ্ব ক্রিকেটে যথেষ্ট সমাদৃত। আমাদের ছেলেরা ওঁদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছে। আমাদের তিনজন অর্থোডক্স স্পিনার আজাজ, রচিন এবং মিচের উপমহাদেশের পরিবেশে রঙ্গনার সঙ্গে কাজ করতে পারাটা উপকারে আসবে।"

" শ্রীলঙ্কার বিরুদ্ধে আমাদের যে ভেন্যুতে খেলতে হবে, সেই গলে রঙ্গনার ১০০ প্লাস টেস্ট উইকেট রয়েছে। তাই ওঁর ক্রিকেট জ্ঞান অমূল্য হতে চলেছে আমাদের জন্য।" বলেছেন কিউই হেড কোচ।

Cricket Kahon Cricket News Afghanistan Afghanistan Cricket Team New Zealand Cricket Team New Zealand
Advertisment