Advertisment

Simi Singh: জাতীয় দলে জায়গা না পেয়ে ভারত ছেড়েছিলেন, মৃত্যুর সঙ্গে মর্মান্তিক লড়াইয়ে তারকা ক্রিকেটার

India Origin Ireland Cricketer: আইসিইউতে কোনওরকমে বেঁচে রয়েছেন ৩৭ বছরের ভারতীয় তারকা ক্রিকেটার সিমি সিং, প্রবল দুঃসংবাদে তছনছ ক্রিকেটবিশ্ব

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bat and ball, cricket, representational image

Indian-origin cricketer-Simi Singh: ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডের খেলোয়াড় সিমি সিং। (ছবি- প্রতীকী)

India Origin Ireland Cricketer: আয়ারল্যান্ডের ক্রিকেটার সিমি সিং ভারতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি অ্যাকিউট লিভার ফেইলিওরের কারণে জীবন সংকটে পড়েছেন। সিমি হরিয়ানার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ৩৭ বছর বয়সি এই অলরাউন্ডার এবছরের জুনে আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছেন। ভর্তি আছেন আইসিইউতে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, প্রায় ছয় মাস আগে আয়ারল্যান্ডে থাকাকালীন সিমির এক 'অদ্ভুত জ্বর' হয়। ডাবলিনের চিকিৎসকরা কারণটা ধরতে পারেননি। তাই ওষুধ চালু করতে রাজি হননি।  

Advertisment

তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁর পরিবার তাঁকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিমির শ্বশুর পারবিন্দর সিং সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। সিমির স্বাস্থ্যেরও অবনতি হচ্ছিল। তাই আমরা তাঁকে ভালো চিকিৎসার জন্য ভারতে আনার সিদ্ধান্ত নিই।' সিমির জন্ম

পঞ্জাবের মোহালিতে। তিনি ভারতে বিভিন্ন অনূর্ধ্ব বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। তবে, বিশেষ সুবিধা করতে না পেরে আয়ারল্যান্ডে হোটেল ম্যানেজমেন্ট পড়তে চলে যান। সঙ্গে সেখানে খেলাও চালিয়ে যেতে থাকেন। আয়ারল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলা শুরু করেন। 

এরপরে তাঁর আন্তর্জাতিক স্তরে আয়ারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে। আর, ২০১৭ সালে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ওডিআই এবং ৫৩টি টি-২০ খেলেছেন। অফ-স্পিনিং এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওডিআইয়ে সেঞ্চুরি করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছেন।

চণ্ডীগড়ের পিজিআই-তে ভর্তি হওয়ার পরে, সিমিকে প্রথমে যক্ষ্মার জন্য চিকিত্সা করা হয়েছিল। কিন্তু ওষুধের কোনও প্রভাব পড়ছিল না। তারপরে সিমিকে একটি প্রাইভেট নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে দেখা যায়, সিমির টিবি নেই। চিকিত্সকরা তারপরও বলেছিলেন যে ক্রিকেটারকে চিকিত্সার কোর্সটি সম্পূর্ণ করতে হবে। কিন্তু, দেখা যায় যে তাঁর জ্বর বাড়তে থাকে। আর, তারপরে তাঁর ভীষণ জন্ডিস হয়।

এরপর সিমিকে ফের পিজিআইতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন যে, ক্রিকেটারের জীবন সংকটে রয়েছে। তাঁকে গুরুগ্রামে চিকিত্সা করানোর পরামর্শ দেওয়া হয়। সেখানেই তিনি এখন লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় আছেন। সিমির স্ত্রী আগমদীপ কউর তাঁর লিভারের একটি অংশ দান করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে চরম অসভ্যতামো KKR তারকার! ফুঁসে উঠতে পারে জয় শাহের বোর্ড

সিমির পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেছেন, 'সিমির রক্তের গ্রুপ হল এবি পজিটিভ (AB+)। যার মানে হল যে তিনি একজন সর্বজনীন রিসিভার। চিকিৎসকরা বলেছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে তাঁর কোনও সমস্যা হবে না। ট্রান্সপ্লান্ট খুব শীঘ্রই হতে পারে। ডাক্তাররা আশাবাদী যে চিকিৎসা খুব দ্রুত ফল দেবে। আর, সিমিকে এক নতুন জীবন দেবে।'

India Ireland Cricket Team Cricket News Ireland
Advertisment