Bismillah Jan Shinwari: আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার (Umpire) বিসমিল্লাহ জান শিনওয়ারি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেছেন। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Team) তরফে মঙ্গলবারই (৮ জুলাই) একথা ঘোষণা করা হয়েছে। শিনওয়ারির মৃত্যুর খবরে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, আইসিসি-র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন শিনওয়ারি। তিনি ২৫ ওয়ানডে এবং ২১ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে শারজায় আয়ারল্য়ান্ড বনাম আফগানিস্তান ম্য়াচের আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের ডেবিউ করেন তিনি।
Cricketer Death: হেল্পলাইনে ফোন করেও মেলেনি সাহায্য, বিনা চিকিৎসায় ট্রেনেই অকালমৃত্যু ক্রিকেটারের
চলতি বছর ১৮ ফেব্রুয়ারিও ওমান বনাম আমেরিকা ওয়ানডে ম্য়াচে শিনওয়ারি আম্পায়ারিং করেছিলেন। এছাড়া গত ১৮ মার্চ আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্য়াচ পরিচালনা করেছিলেন। আম্পায়ার হিসেবে এটাই তাঁর শেষ ম্য়াচ ছিল।
Cricketer Death: বিমান দুর্ঘটনাই কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
শ্রদ্ধাজ্ঞপন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড
মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-য়ে একটি পোস্ট শেয়ার করে ACB জানিয়েছে, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ডের লিডারশিপ, স্টাফ এবং গোটা ক্রিকেট দল শিনওয়ারির প্রয়াণে দুঃখিত এবং শোকস্তব্ধ।'
Cricketer Death: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই দুঃসংবাদ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
উল্লেখ্য, আফগানিস্তান এলিট আম্পায়ারিং প্যানেলে সম্মানীয় সদস্য ছিলেন বিসমিল্লাহ জান শিনওয়ারি। বিগত কয়েকমাস ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ক্রিকেটের প্রতি তাঁর অগাধ ভালবাসা ছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁর পরিবার, বন্ধুবর্গ এবং দেশের ক্রিকেট সম্প্রদায়কে সমবেদনা জানানো হয়েছে।
Indian Cricketer Death: আচমকা হার্ট অ্যাটাক, চোখের নিমেষে শেষ সবকিছু! মারা গেলেন ভারতের তারকা ক্রিকেটার!
আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে শিনওয়ারির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওঁর মৃত্যু গোটা ক্রিকেট সম্প্রদায়ের কাছে একটা বিশাল বড় ক্ষতি। এই কঠিন সময়ে ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।'