Advertisment

AFG Vs NZ Only Test: আমাদের দেশে এর থেকে ভালো স্টেডিয়ামে রয়েছে! BCCI-কে বোমা ফাটিয়ে তুলকালাম আফগান ক্রিকেট বোর্ডের

AFG Vs NZ, Greater Noida Stadium: গ্রেটার নয়ডা ক্রিকেট স্টেডিয়ামের চরম অব্যবস্থার শিকার নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট। ক্ষুব্ধ ক্রিকেট মহল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Afghanistan and New Zealand, Greater Noida Stadium: , আফগানিস্তান, নিউজিল্যান্ড, একমাত্র টেস্ট,

Afghanistan and New Zealand, Greater Noida Stadium: মাঠকে খেলার উপযুক্ত করার কাজ চলছে। (ছবি- টুইটার)

Afghanistan and New Zealand, Greater Noida Stadium: নয়ডা টেস্টের মাঠ নিয়ে বিসিসিআইকে কটাক্ষ ছুড়ে দিলেন আফগানিস্তানের খেলোয়াড়রা। তাঁরা দাবি করেছেন, 'আফগানিস্তানে নয়ডার থেকেও ভালো সুযোগ-সুবিধা আছে।' আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের জন্য গ্রেটার নয়ডার স্টেডিয়ামে খেলতে চায়নি। অন্য কোথাও ম্যাচ আয়োজনের জন্য আবেদন করেছিল। কিন্তু, বিসিসিআই তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে জানা গিয়েছে। 

Advertisment

তবে, তাতে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড, উভয় দলেরই লাভ হয়েছে। কারণ, এই টেস্ট একটি বলও খেলা না হওয়ার পরও সংবাদ শিরোনামে। কারণ, গ্রেটার নয়ডা স্টেডিয়ামের অবস্থা খারাপ। তাই খেলা আয়োজন সম্ভব হয়নি। অবিরাম বৃষ্টি, দুর্বল নিকাশি ব্যবস্থার জন্য ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। উলটে, উদ্ভূত পরিস্থিতির জন্য স্টেডিয়ামের ক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে দু'দিন কেটে গেলও টসও হতে পারেনি। মাঠকর্মীরা মাঠের ভিজেভাব শুকনো করতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একটি ভিন্ন স্থান বেছে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিল। কিন্তু, বিসিসিআইয়ের এক কর্তা জানিয়ে দিয়েছেন, নয়ডা স্টেডিয়াম ছাড়া আপাতত অন্য কোনও স্টেডিয়াম পাওয়া সম্ভব নয়।

নাম প্রকাশ না করার শর্তে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)-এর এক আধিকারিক দাবি করেছেন যে নয়ডা স্টেডিয়ামের সুযোগ-সুবিধাগুলি কয়েক বছর ধরেই মেরামত করা হয়নি। প্রকৃতপক্ষে, বর্তমানে আফগানিস্তানের স্টেডিয়ামগুলোও গ্রেটার নয়ডার স্টেডিয়ামের চেয়ে ভালো। এসিবির ওই কর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আপনি আমাকে বিশ্বাস করবেন না কিন্তু, আফগানিস্তানের স্টেডিয়ামে এর চেয়ে ভাল সুযোগ-সুবিধা রয়েছে। আমরা গত কয়েক বছরে আমাদের পরিকাঠামো উন্নত করেছি। কিন্তু, এখানে দেখছি তেমন কিছুই হয়নি।'

আরও পড়ুন- জাতীয় দলে ডাক পেয়েও বঞ্চনার মুখে সরফরাজ, বোর্ডের সিদ্ধান্তে ভাঙল হৃদয়

ওই আফগান আধিকারিক আরও দাবি করেছেন যে এসিবি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি লখনউ বা দেরাদুনে হোক, তেমনটাই চেয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। জানিয়েছে, ভেন্যু হিসেবে গ্রেটার নয়ডাকে বেছে নেওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই। ওই এসিবি কর্তা বলেন, 'আমাদের প্রথম পছন্দ ছিল লখনউ স্টেডিয়াম। দ্বিতীয় পছন্দ ছিল দেরাদুন। কিন্তু, আমাদের অনুরোধ বিসিসিআই প্রত্যাখ্যান করেছে। আমাদের বলা হয়েছে, যে উভয় রাজ্যই তাদের নিজস্ব টি-২০ লিগ খেলাচ্ছে। তাই এই মাঠ ছাড়া অন্য কোনও মাঠ আপাতত ফাঁকা নেই।'

এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পুরো তিন দিনের হলে, সেটাই অনেক মনে হবে। তবে, সেটাও সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, গ্রেটার নয়ডায় এখনও বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। যার ফলে, ম্যাচটা শেষ পর্যন্ত হওয়াটাই গভীর সংশয়ের মধ্যে চলে গিয়েছে।

BCCI Test cricket Afghanistan Noida Afghanistan Cricket Team
Advertisment