Advertisment

Sarfaraz Khan: জাতীয় দলে ডাক পেয়েও বঞ্চনার মুখে সরফরাজ, বোর্ডের সিদ্ধান্তে ভাঙল হৃদয়

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও সরফরাজ হয়ত প্ৰথম টেস্টে খেলবেন না। দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডেও অংশ নিতে বলা হয়েছে তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sarfaraz Khan, India, সরফরাজ খান, ভারত,

Sarfaraz Khan-India: সরফরাজ খান ক্রমশই দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠছেন। (ছবি- টুইটার)

Duleep Trophy, Sarfaraz Khan, India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল রয়েছেন। অথচ, দলীপ ট্রফি খেলবেন সরফরাজ খান। তাঁকে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট ম্যাচ খেলার বদলে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড খেলতে বলা হয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বিতীয় রাউন্ডের জন্য দলীপ ট্রফির স্কোয়াড ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শুভমান গিল সহ বিভিন্ন খেলোয়াড়কে বেছে নিয়েছে। দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড থেকে বাদ দেওয়া হয়েছে আকাশদীপ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলের মত খেলোয়াড়দের। তবে, সরফরাজ খান এবং যশ দয়ালের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। কারণ, তাঁরা দু'জনেই টেস্ট সিরিজের দলে আছেন। 

Advertisment

বাঁ-হাতি পেসার যশ দয়াল ও সরফরাজ খান, দু'জনকেই উদ্বোধনী টেস্ট ম্যাচে ভারতের ১৬-সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। কিন্তু, তাঁদের দলীপ ট্রফির দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়নি। যা ইঙ্গিত দেয় যে তাঁরা বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম টেস্ট ম্যাচে প্রথম একাদশে থাকবেন না। দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে: 'ভারত বি-এর যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থকে ভারতের স্কোয়াডে রাখা হয়েছে। নির্বাচকরা যথাক্রমে সুয়শ প্রভুদেসাই ও রিংকু সিং-কে তার বদলে দলীপ ট্রফির দলে জায়গা দিয়েছেন। ফাস্ট বোলার যশ দয়াল এবং সরফরাজ খানও ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন। কিন্তু, তাঁরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নেবেন।'

দলীপ ট্রফির খেলার জন্য সরফরাজকে নির্বাচনের অর্থ হল ভারতের একাদশে কেএল রাহুল থাকবেন। না হলে মিডল অর্ডারে জায়গা পাওয়ার ক্ষেত্রে রাহুলের সঙ্গেই সরফরাজের টক্কর হত। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলীপ ট্রফির ভারত সি স্কোয়াডে কোনও পরিবর্তন করা হয়নি। ঋষভ পন্থ, ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ফিরছেন। দলীপ ট্রফির প্রথম রাউন্ডে তিনি বেশ ভালোই খেলেছেন। কেএল রাহুল এবং আকাশদীপও ভালো পারফরম্যান্স করেছেন।

আরও পড়ুন- মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে রোহিতের, উঠবেন না নিলামেও! বিরাট পূর্বাভাস ঝড় তুলল আচমকা

আপডেটেড ইন্ডিয়া এ স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রিয়ান পরাগ, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোতিয়ান, প্রসিধ কৃষ্ণ, খলিল আহমেদ, আভেশ খান, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষয় ওয়াড়েকার, এসকে রশিদ, শামস মুলানি, আকিব খান

আপডেটেড ভারত বি স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), সরফরাজ খান, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশান (উইকেটরক্ষক), সুয়শ প্রভুদেশাই, রিংকু সিং, হিমাংশু মন্ত্রী (উইকেটরক্ষক)

দলীপ ট্রফিতে দ্বিতীয় রাউন্ডের জন্য ভারতীয় সি স্কোয়াড অপরিবর্তিত থাকছে। আপডেটেড ইন্ডিয়া ডি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইদে, যশ দুবে, দেবদত্ত পারিক্কল, রিকি ভুই, সারাংশ জৈন, আরশদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, আকাশ সেনগুপ্ত, কেএস ভারত (উইকেটরক্ষক), সৌরভ কুমার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, বিদ্যার্থ কাভেরাপ্পা

 

Test cricket Bangladesh Cricket Team Sarfaraz Khan Duleep Trophy
Advertisment