Syed Mushtaq Ali Trophy, Kerala vs Mumbai: সময়টা মোটেও ভালো যাচ্ছে না শার্দূল ঠাকুরের। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএল নিলামে অবিক্রিত থেকেছেন। এবার শার্দূল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে নেমে কুৎসিত বোলিং প্রদর্শনী করে গেলেন। মুম্বইয়ের হয়ে কেরালার বিপক্ষে খেলতে নেমে ৪ ওভারে ৬৯ রান খরচ করলেন। মাত্র ১ উইকেটের বিনিময়ে।
যা টুর্নামেন্টের ইতিহাসে যুগ্ম খরুচে হিসাবে লিপিবদ্ধ হয়ে গেল। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের রমেশ রাহুল হরিয়ানার বিপক্ষে ৬৯ রান খরচ করে বসেছিলেন। অখ্যাত অনামি বোলারের সঙ্গে এবার জুড়ে গেল শার্দূলের নামও। তারও আগে লজ্জার এই রেকর্ড দখলে ছিল হায়দরাবাদের প্রগদলা নাইডুর। যিনি মুম্বইয়ের বিপক্ষে ২০১০-এ ৬৭ রান খরচ করেছিলেন।
শার্দূল ঠাকুর নিলামে অবিক্রিত থেকেছেন
চোট সারিয়ে ধীরে ধীরে কামব্যাক করছেন শার্দূল। এমন সময়েই আইপিএলের নিলামে দল পাননি তিনি। গত তিনটে সিজনে শার্দুকের পারফরম্যান্সের গ্রাফ ধীরে ধীরে নিচে নেমেছে। ২০২৪-এ জিএসকের হয়ে শার্দূল ৯ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছিলেন ৬১.৮০ গড়ে।
আরও পড়ুন: ১৪ কোটিতে বিক্রি হয়েছেন একদিন আগেই! এবার দল বদলাতে রাহুলের আর্জি দিল্লি মালিক জিন্দালকে
ইকোনমি শার্দূলের কখনই ভরসা জাগানোর মত ছিল না। তারকা অলরাউন্ডারের শক্তি ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে জমে যাওয়া জুটিতে ব্রেক থ্রু দেওয়া। তবে গত কয়েক সিজনে সেই শক্তিরও ধার কমেছে। আর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হওয়ার পর শার্দূলের ব্যাটিং সেভাবে আস্থা জোগানোর মত পরিস্থিতি তৈরি করতে পারেনি। বদলে পরীক্ষিত ফিনিশারের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজি।
কামব্যাকের রাস্তায় শার্দূল
পারথ টেস্টে নামার আগেই টিম হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, শার্দূলের থেকে সরে এসেছেন তাঁরা। বদলে নীতিশ কুমার রেড্ডিকে পেসার-অলরাউন্ডার হিসাবে তৈরি করা হচ্ছে আগামী দিনের জন্য। তবে ৩৩ বছরের তারকা এখনই জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না।
বর্ডার গাভাসকার ট্রফি থেকে বাদ পড়ার পর শার্দূল জানিয়েছেন, "আমার সঙ্গে বোর্ডের তরফে কোনও যোগাযোগ করা হয়নি। সদ্যই অস্ত্রোপচার সারিয়ে ফিরেছি। তাই আমাকে দলে রাখা হয়নি। তবে আমার ফিটনেস এই মুহূর্তে দারুণ জায়গায়। অস্ট্রেলিয়া সফরের সুযোগ অনেক আগেই গিয়েছে। তবে সুযোগ আসতেই থাকবে। এরপরে ইংল্যান্ড দল ভারত সফরে আসবে। ঠিক তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। পুরো ক্রিকেট সিজন পড়ে রয়েছে সামনে। তাই সুযোগ আসবেই।"