Advertisment

KL Rahul football skills: ১৪ কোটিতে বিক্রি হয়েছেন একদিন আগেই! এবার দল বদলাতে রাহুলের আর্জি দিল্লি মালিক জিন্দালকে

KL Rahul in IPL 2025 Auction: দিল্লি ক্যাপিটালস মালিক পার্থ জিন্দালের কাছে দল বদলানোর জন্য সরাসরি আরজি করলেন কেএল রাহুল। আইপিএল শুরুর আগেই নতুন মোড়।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
KL Rahul, DC, কেএল রাহুল, দিল্লি ক্য়াপিটালস

KL Rahul: রাহুল, পার্থ টেস্টে দুর্দান্ত খেলেছেন। আইপিএল ২০২৫-এ যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। (ছবি- ইনস্টাগ্রাম/কেএল রাহুল)

KL Rahul asks Parth Jindal after showing his football skills: পার্থ টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর দিল্লি ক্যাপিটালসের (ডিসি) মালিক পার্থ জিন্দলের কাছে নতুন বায়না জুড়লেন কেএল রাহুল। তিনি প্রশ্ন করেছেন, 'বেঙ্গালুরু এফসি দলে কোনও জায়গা আছে কি না?' এই প্রশ্ন করার পাশাপাশি, ফুটবল নিয়ে নিজের জাগলিঙের ছবিও সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাহুল। সাম্প্রতিক পার্থ টেস্টের একটি ক্লিপে জিন্দালকে ট্যাগ করেছিলেন রাহুল। সেখানে তাঁকে ফিল্ডিং করার সময় কুকাবুরা বল নিয়ে জাগলিং করতেও দেখা গিয়েছিল।

Advertisment

ভারতীয় ব্যাটার কেএল রাহুলকে রবিবার আইপিএল ২০২৫ মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছে।, কিন্তু, তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজি বস পার্থ জিন্দালের কাছে সরাসরি করা প্রথম প্রশ্নে রাহুল জানতে চেয়েছেন বেঙ্গালুরু এফসি ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলতে পারেন কি না? বেঙ্গালুরু এফসি একটি ফুটবল ক্লাব। যার মালিক পার্থ জিন্দাল। জিন্দাল, দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক। তিনি জেএসডব্লিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই জেএসডব্লিউ গ্রুপই ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু এফসির মালিক। বেঙ্গালুরু এফসি ১১ বছর আগে ২০১৩ সালে তৈরি হয়েছিল।

বেঙ্গালুরু এফসি রাহুলের শহর বেঙ্গালুরুর টিম। সেখানকার আইপিএল ফ্র্যাঞ্চাইজি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার রাহুল সেখানেই খেলতে পারেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু, আইপিএল নিলামে দেখা গেল যে দিল্লি ক্যাপিটালস এই ৩২ বছর বয়সি তারকাকে নিয়ে নিল। লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক রাহুলকে ১৪ কোটি টাকায় কিনেছে দিল্লি। বিভিন্ন পজিশনে খেলতে পারেন রাহুল। ওপেনও করতে পারেন। তাঁর এই বহুমুখিতার জন্যই আইপিএলে দিল্লির অধিনায়ক হওয়ার দৌড়ে রাহুল এগিয়ে আছেন।

তার মধ্যেই ভাইরাল হয়েছে রাহুলের পোস্ট। সেখানে ভারতীয় ব্যাটার বোঝাতে চেয়েছেন যে তিনি ফুটবলেও দক্ষ। তিনি ইনস্টাগ্রামে সাম্প্রতিক পার্থ টেস্টের একটি ক্লিপে পার্থ জিন্দালকে ট্যাগ করেছেন। সেই ট্যাগে পার্থ টেস্ট খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে কুকাবুরা বল নিয়ে রাহুল জাগলিং করছেন, এমনটা দেখা গিয়েছে। সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, '@পার্থজিন্দাল, বেঙ্গালুরু এফসি-তে কোনও জায়গা ফাঁকা আছে?'

আরও পড়ুন- শামিকে বড় হুঁশিয়ারি বোর্ডের! কেরিয়ার বাঁচাতে বড় পরামর্শ এবার বোর্ডের

২০১৮-১৯ সালে আইএসএল জিতেছিল বেঙ্গালুরু এফসি। ওই ফুটবল দল এবং দিল্লি ক্যাপিটালস ছাড়াও, জেএসডব্লিউ গ্রুপ দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালস, আইএলটি২০ (ILT20) ক্রিকেট দল দুবাই ক্যাপিটালস, হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল) দল সুরমা এইচসি, এবং প্রো কাবাডি লিগ ( পিকেএল) দল হরিয়ানা স্টিলার্সও চালায়। 
জিন্দাল সংবাদমাধ্যমকে বলেছেন, 'আইপিএল ২০২৫-এর জন্য রাহুলকে দলে নেওয়ার পর জিন্দাল বলেছেন, রাহুলের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি কেএলের সঙ্গে কথা বলেছি। তবে, এখনও ওঁর সঙ্গে দেখা হয়নি। আমি ওঁকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি। আমি ওঁর কাছে জানতে চাইব, কীভাবে আরও উন্নতি করা সম্ভব? এজন্য অবশ্য হাতে অনেক সময় আছে।' রাহুল ২৯৫ রানে পার্থে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওপেন করে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের সঙ্গে মিলে ২০১ রানের ইনিংস খেলেছেন।

cricket Mega Auction IPL Cricket News Parth Jindal KL Rahul ipl auction Delhi Capitals
Advertisment