Advertisment

রায়ডুর প্রত্যাবর্তনে সায় হায়দরাবাদ ক্রিকেটের, ফেরার প্রস্তুতিতে তারকা

চিঠিতে রায়ডু লিখেছেন, আবেগের বশে অবসর নিয়ে ফেলেছিলেন। তবে এখন ফের একবার সমস্ত ধরনের ক্রিকেট খেলতে প্রস্তুত তিনি। জানা গিয়েছে, অম্বাতি রায়ডু-র প্রত্যাবর্তনে সায় রয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তাদেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
ambati rayudu

অবসর ভেঙে ফিরছেন রায়ডু (টুইটার)

বিশ্বকাপে বাদ পড়ার পরেই অবসর নিয়ে ফেলেছিলেন। তবে অবসর ভেঙে ফের ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে অম্বাতি রায়ডু। সবধরনের ক্রিকেটেই ফের ফিরতে চান তিনি। হায়দরাবাদের হয়ে খেলে জাতীয় দলের জার্সিতে ফের একবার দেখা যেতে পারে তাঁকে। সর্বভারতীয় প্রচারমাধ্যম দ্য হিন্দু-র প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, ফের ক্রিকেটে ফেরার ইচ্ছাপ্রকাশ করে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি ই-মেলও করেছেন তিনি।

Advertisment

সেই চিঠিতে তিনি লিখেছেন, আবেগের বশে অবসর নিয়ে ফেলেছিলেন। তবে এখন ফের একবার সমস্ত ধরনের ক্রিকেট খেলতে প্রস্তুত তিনি। জানা গিয়েছে, অম্বাতি রায়ডু-র প্রত্যাবর্তনে সায় রয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তাদেরও। সামনেই রঞ্জি ট্রফি। সেখানে রায়ডুকে পেতে ইচ্ছুক হায়দরাবাদও। সেই প্রতিবেদনে হায়দরাবাদের এক ক্রিকেট কর্তার বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জানিয়েছেন, রায়ডুর মধ্যে এখনও কম করে পাঁচ বছরের ক্রিকেট বেঁচে। পাশাপাশি, দলের তরুণ ক্রিকেটারদের গ্রুমিংয়েও সাহায্য করতে পারেন তিনি।

আরও পড়ুন অবসরের পরেও ক্রিকেটে ফিরে আসার বার্তা রায়ডুর

গত সপ্তাহেই দ্য হিন্দু-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রায়ডু ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তারপরেই তাঁর এই পদক্ষেপ। আম্বাতি রায়ডু স্পোর্টসস্টার-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, "অবশ্যই ফিরতে পারি। কে ভারতীয় দলকে 'না' বলতে পারে?" বিশ্বকাপের অফিসিয়াল স্ট্যান্ডবাইয়ের তালিকায় রাখা হয়েছিল রায়ডুকে। তবে বিজয়শঙ্কর চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে রায়ডুকে ডাকা হয়নি। সুযোগ দেওয়া হয়েছিল মায়াঙ্ক আগারওয়ালকে। এতেই অভিমানে বিদায় জানিয়েছিলেন ক্রিকেটকে।

প্রথম থেকে রায়ডু হায়দরাবাদের হয়ে ঘরোয়া স্তরে ক্রিকেট খেলতেন। তবে ২০০৪ সালে কোচ রাজেশ যাদবের সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের জেরে অন্ধ্রপ্রদেশের হয়ে খেলা শুরু করেন। ২০০৭ সালে বিসিসিআই-য়ের অঅনুমোদিত বিদ্রোহী লিগে টানা দু-বছর খেলেছিলেন।

Read the full article in ENGLISH

cricket Ambati Rayudu
Advertisment