নিরামিশাষী হওয়ার সুফল কী? জানালেন বিরাট কোহলি

নেটফ্লিক্স-এর ডকু ফিচার দ্য গেম চেঞ্জার-এর বেশ প্রশংসা করেছেন কোহলি। যেখানে দেখা যায়, একজন অবসরপ্রাপ্ত পেশাদার মিক্সড মার্শাল আর্টিস্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে মাংস, প্রোটিন এবং শক্তির প্রকৃত সত্যের উদঘাটন করতে ঘুরে বেড়ান।

নেটফ্লিক্স-এর ডকু ফিচার দ্য গেম চেঞ্জার-এর বেশ প্রশংসা করেছেন কোহলি। যেখানে দেখা যায়, একজন অবসরপ্রাপ্ত পেশাদার মিক্সড মার্শাল আর্টিস্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে মাংস, প্রোটিন এবং শক্তির প্রকৃত সত্যের উদঘাটন করতে ঘুরে বেড়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

বিরাটের গলায় তিন পেসার খেলানোর ছক (বিসিসিআই টুইটার)

ফিটনেসের চূড়ায় তিনি। প্রায়ই তাঁর ফিটনেস নিয়ে জাতীয় প্রচারমাধ্যম তো বটেই বিদেশেরও একাধিক সংবাদমাধ্যমে লেখা হয়েছে। বিরাট কোহলি নিজের তুখোড় ফিটনেসের জন্য নিরামিশাষী হওয়াকেই কৃতিত্ব দিচ্ছেন। গত বছরেই প্রাণীজ প্রোটিন পুরোপুরি বন্ধ করে নিরামিশাষী ডায়েট চালু করেছিলেন নিজের জন্য। বছর পেরোতে কোহলি বলছেন, জীবনে এত ফিট কখনই তিনি অনুভব করেননি।

Advertisment

পাশাপাশি নেটফ্লিক্স-এর ডকু ফিচার দ্য গেম চেঞ্জার-এর বেশ প্রশংসা করেছেন তিনি। যেখানে দেখা যায়, একজন অবসরপ্রাপ্ত পেশাদার মিক্সড মার্শাল আর্টিস্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে মাংস, প্রোটিন এবং শক্তির প্রকৃত সত্যের উদঘাটন করতে ঘুরে বেড়ান। ওয়েবে এই তথ্যচিত্রের প্রশংসা করে কোহলি নিজের টুইটে লিখেছেন, "নেটফ্লিক্সে গেমচেঞ্জার দেখলাম। একজন নিরামিশাষী অ্যাথলিট হিসেবে সম্প্রতি উপলব্ধি করেছি, এতদিন ডায়েট সম্পর্কে যে ধারণা ছিল, তা পুরোপুরি মিথ ছিল। কী দুর্ধর্ষ এই ডকুমেন্টারি। ভেগান হওয়ার পর এতটা ফিট কখনও অনুভব করিনি।"

Advertisment

আরও পড়ুন ধোনির বিষয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়নি, ফাঁস করলেন বিরাট

৩০ বছরের কোহলি বিশ্বের শীর্ষ স্তরের ভেগান অ্যাথলিটদের মধ্যে অন্য়তম। কোহলি ঘনিষ্ঠ একসময় জানিয়েছিলেন, কিছুদিন আগেই কোহলি পুরোপুরি ভেগান ডায়েট ফলো করছেন। শক্তিশালী হওয়ার পাশাপাশি হজমশক্তি অনেকগুন বৃদ্ধি পেয়েছে। কোনওপ্রকার মাংস, ডিম অথবা দুগ্ধজাতীয় দ্রব্য় ডায়েটে রাখেননি কোহলি।

আরও পড়ুন দর্শক নেই স্টেডিয়ামে, বিরাটের গলায় পাঁচ টেস্ট ভেন্যুর প্রস্তাব

বিশ্বের অন্য়ান্য ভেগান অ্যাথলিটদের তালিকায় রয়েছেন, টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, চারবারের ফর্মুলা ওয়ান জয়ী তারকা লুইস হ্যামিল্টন এবং কিংবদন্তি স্প্রিন্টার কার্ল লুইস।

যাইহোক, বিরাট কোহলি সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে রেকর্ডের পরে রেকর্ড গড়েছেন। বুধবারই বোর্ড সভাপতি হিসেবে সরকারিভাবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, কোহলির সঙ্গে বৃহস্পতিবারেই বৈঠক সারবেন তিনি। সৌরভ বলেছেন, "আগামীকালই কোহলির সঙ্গে বৈঠকে বসছি। কোহলি জাতীয় দলের অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে। ক্রিকেটারদের জীবন যাতে আরও সহজ-স্বাভাবিক করা সম্ভব হয়, তা দেখাই আমাদের কর্তব্য। কোহলি জাতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ও একজন শীর্ষস্তরের ক্রিকেটার।"

cricket Virat Kohli