Advertisment

দক্ষিণ আফ্রিকায় বিশ্রী পারফরম্যান্সের জের! ক্যারিবীয় সিরিজে বাদ পড়ার মুখে নামি তারকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছে ভারতকে। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে ব্যাপক রদবদল হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

দক্ষিণ আফ্রিকায় টেস্টের পরে ওয়ানডেতেও বিপর্যয় ঘটেছে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এর পরে ভারত ফের একবার ওয়ানডে সিরিজে ঘরের মাঠে মোকাবিলা করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে হোম সিজন শুরু হচ্ছে ভারতের। ঘরের মাঠে ভারত জুন পর্যন্ত পরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে।

Advertisment

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় খেলতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। বদলে নেতৃত্বে ছিলেন কেএল রাহুল। তবে বর্তমানে রোহিত পুরোপুরি ফিট। তিনিই ওয়ানডেতে অধিনায়ক হওয়ার পরে ঘরের মাঠে নতুন অবতারে হাজির হবেন।

আরও পড়ুন: বেপরোয়া শটে আউট ০ রানে! ক্ষিপ্ত কোহলির আগুনে দৃষ্টিতে পন্থ, ভাইরাল ভিডিওয় তোলপাড়

দক্ষিণ আফ্রিকায় খারাপ পারফরম্যান্সের জেরে ভারতের আসন্ন স্কোয়াড নির্বাচনে যে বেশ কিছু রদবদল ঘটবে, তা বলাই যায়। বেশ কিছু তারকা যেমন বাদ পড়তে পারেন, তেমন অনেককেই এবার বিশ্রামে পাঠানো হতে পারে।

কোভিড পরিস্থিতিতে সবকটা ওয়ানডে খেলা হবে আহমেদাবাদে। টি২০ সিরিজের প্রত্যেকটি ম্যাচ আবার হবে কলকাতার ইডেনে।

দেখা যাক কেমন হতে পারে ভারতের আসন্ন স্কোয়াড:

ওপেনার: রোহিত যথারীতি দলে প্রত্যাবর্তন ঘটাবেন ওপেনার হিসাবে। শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংসের সূচনা করবেন তিনি। ধাওয়ান দক্ষিণ আফ্রিকায় জোড়া শতরান করে নিজের জায়গা আরও মজবুত করেছেন। ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছেন, আরও একটা বিশ্বকাপ খেলার জন্য তিনি প্রস্তুত। দক্ষিণ আফ্রিকায় সুযোগ পাননি রুতুরাজ গায়কোয়াড। তবে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলা এই তারকা নিজের জায়গা ধরে রাখতে পারেন।

আরও পড়ুন: আবেশ, শাহরুখ! IPL নিলামের আগেই চমকে দিল দুই খানের বেস প্রাইস

মিডল অর্ডার: মিডল অর্ডারের নিউক্লিয়াস যথারীতি বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে মিডল অর্ডারের বিপর্যয়। ঋষভ পন্থ ৪ নম্বর পজিশনে খেলতে পারেন। কেএল রাহুলকে দেখা যেতে পারে ৫ নম্বর পজিশনে। সূর্যকুমার যাদব এবং শ্রেয়স আইয়ার সম্ভবত নিজেদের জায়গা ধরে রাখবেন। তবে প্ৰথম একাদশ বাছাইয়ে সূর্যকুমার যাদব ম্যানেজমেন্টের কারণে অগ্রাধিকার পেতে পারেন। যেহেতু দক্ষিণ আফ্রিকায় শ্রেয়স আইয়ার শোচনীয় ব্যর্থ হয়েছেন।

অলরাউন্ডার: শার্দূল ঠাকুর জায়গা ধরে রাখতে চলেছেন। তবে হার্দিক পান্ডিয়াকে না পাওয়া গেলে একমাত্র তখনই স্কোয়াডে নেওয়া হতে পারে ভেঙ্কটেশ আইয়ারকে। হার্দিককে পাওয়া যাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, ঘরোয়া ক্রিকেটে টানা ভাল খেলার সুবাদে অলরাউন্ডার হিসাবে শিকে ছিঁড়তে পারে ঋষি ধাওয়ানের। ছয় বছর পরে জাতীয় দলে হিমাচল প্রদেশের অধিনায়ককে দেখা যায় কিনা, তা জানার আগ্রহ রয়েছে ক্রিকেট মহলের। বিজয় হাজারে ট্রফিতে ৪৫৮ রান করার পাশাপাশি ১৭ জন ব্যাটসম্যানকে আউটও করেছেন। ফিট হওয়ায় সম্ভবত ফেরানো হতে পারে অক্ষর প্যাটেলকে।

আরও পড়ুন: মুম্বই রিলিজ করতেই কেল্লাফতে হার্দিকের! আহমেদাবাদের ক্যাপ্টেন হয়েই কামাবেন কোটি কোটি

বোলিং: জসপ্রীত বুমরা দক্ষিণ আফ্রিকায় টানা ছয়টি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে ক্যারিবীয় সিরিজে রেস্ট দেওয়া হতে পারে তারকাকে। প্রোটিয়াজ সফরে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন মহম্মদ শামি। তাঁকে ফেরানো হতে পারে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অশ্বিন সম্ভবত ফিট নন। তিনি না খেললে জয়ন্ত যাদব নিজের জায়গা ধরে রাখতে পারেন। তৃতীয় স্পিনার হিসাবে খেলবেন যুজবেন্দ্র চাহাল। এদিকে বিশ্রী পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হতে পারে ভুবনেশ্বর কুমারকে। বাকি পেসাররা মূলত সবাইকেই রাখা হতে পারে। এমনটাই বলা হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য ওয়ানডে স্কোয়াড:

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার/হার্দিক পান্ডিয়া/ঋষি ধাওয়ান, শার্দূল ঠাকুর, জয়ন্ত যাদব/রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নভদীপ সাইনি

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ODI BCCI Ravichandran Ashwin Indian Cricket Team
Advertisment