Indian Cricketer Nitish Kumar Reddy in Legal trouble: একেই চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন। গোদের উপর বিষফোড়ার মতো এবার আইনি সমস্যা মাথায় চেপে বসেছে। যশ দয়ালের পর এবার আরও এক ভারতীয় ক্রিকেটার আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। তবে এইবার বিষয়টি যৌন হেনস্থার নয়, বরং আর্থিক লেনদেন সংক্রান্ত। টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা নীতীশ কুমার রেড্ডির বিরুদ্ধে তাঁর প্রাক্তন ম্যানেজমেন্ট এজেন্সি Square The One Private Limited অভিযোগ এনেছে যে তিনি ৫ কোটিরও বেশি টাকার বকেয়া ফেলে এবং চুক্তি ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, সংস্থা দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট-এর ধারা ১১(৬) অনুযায়ী একটি মামলা দায়ের করেছে। এই মামলার শুনানি ২৮ জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে।
কী রয়েছে মামলার নেপথ্যে?
সূত্র অনুযায়ী, ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির সময় নীতীশ ও তাঁর এজেন্সির সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর তিনি সেই সফরে থাকা আরেক ভারতীয় ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে হাত মেলান। অভিযোগকারী সংস্থার দাবি, ২০২১ সাল থেকে তারা চার বছর ধরে নীতীশের প্রতিনিধিত্ব করেছে এবং একাধিক ব্র্যান্ড ডিল ও বাণিজ্যিক চুক্তি করিয়েছে। কিন্তু এখন নীতীশ বলছেন, তিনি নিজেই ওই সব ডিল করিয়েছেন এবং এজন্য কোনও টাকা দিতে রাজি নন।
আরও পড়ুন অস্ট্রেলিয়ার কালঘাম বের করে মাঠেই 'পুষ্পা' সেলিব্রেশন! নীতিশের ব্যাটে কেঁপে গেল ক্যাঙারুরা
আদালতে কী চাওয়া হয়েছে?
আবেদনে একটি স্বাধীন মধ্যস্থতাকারী (ইন্ডিপেন্ডেন্ট আর্বিট্রেটর) নিয়োগের আবেদন জানানো হয়েছে, যিনি এই চুক্তি লঙ্ঘন এবং অর্থ না পরিশোধ করার অভিযোগগুলির নিষ্পত্তি করবেন। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, “এরকম ৯০ শতাংশ বাণিজ্যিক বিরোধ আদালত পর্যন্ত পৌঁছায় না, নিজেদের মধ্যে মিটে যায়। কিন্তু এখানে নীতীশ এক টাকাও দিতে রাজি নন এবং বলছেন সব ডিল তিনি নিজেই করিয়েছেন।”
ফর্ম ও ফিটনেসে ছন্দপতন
টেস্ট অভিষেকে দারুণ পারফরম্যান্সের পরও নীতীশ রেড্ডির জন্য IPL 2025 মরশুম SRH-র হয়ে হতাশাজনক ছিল। চোট থাকার পরও তিনি বোলিং লোড বাড়ান এবং চলতি ইংল্যান্ড সিরিজে বার্মিংহ্যামের দ্বিতীয় ও লর্ডসের তৃতীয় টেস্টে খেলেন। তবে হাঁটুর চোটের কারণে তিনি সফরের বাকি ম্যাচ থেকে ছিটকে যান এবং দেশে ফিরে আসেন।
এই আইনি ও শারীরিক সমস্যা মিলিয়ে নীতীশ রেড্ডির সামনে এখন চ্যালেঞ্জের পাহাড় দাঁড়িয়ে।