Aakash Chopra slams selection process on Iyer's issue: যে শ্রেয়স আইয়ার ৪ নম্বরে নেমে একের পর এক ম্যাচে ভারতকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন, সেই তাঁকেই দল থেকে বাদ দেওয়ার কথা ভেবেছিলেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা। শুধুমাত্র বিরাট কোহলি চোট পাওয়ায় শ্রেয়সকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়। না হলে বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়ারই কথা না। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে একথা ফাঁস করে দিয়েছেন শ্রেয়স নিজেই।
বৃহস্পতিবার যখন শ্রেয়স ক্রিজে আসেন তখন ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১৯। জোফরা আর্চার ও সাকিব মাহমুদের মতো বোলাররা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়েছেন। তার আগে টস জিতে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ২৪৯ রান তুলেছিল। এই পরিস্থিতিতে চ্যালেঞ্জটা গ্রহণ করেন আইয়ার। তিনি ৩৬ বলে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। যা ম্যাচের রং বদলে দেয়।
তখনও কেউ জানতেন না যে আইয়ারকে প্রথম একাদশেই রাখা হয়নি। খেলার পরে, আইয়ার নিজেই সেকথা জানান। তিনি স্পষ্ট করে দেন, শুধুমাত্র বিরাট কোহলি আগের রাতে চোট পাওয়ায় তিনি খেলার সুযোগ পেয়েছেন। আইয়ার বলেন, 'আপনারা সবাই জানেন যে আজকে আমার খেলার কথাই ছিল না। বিরাট দুর্ভাগ্যবশত চোট পেয়েছে। তারপরই আমি সুযোগ পাই। নিজেকে তৈরি করি। আমি জানতাম, যে কোনও সময়ে খেলার সুযোগ পেতে পারি। গত বছর এশিয়া কাপেও আমার সঙ্গে এমনটাই ঘটেছিল। আমি চোট পেয়েছিলাম। আমার জায়গায় অন্য একজন এসে সেঞ্চুরি করেছিল।'
আইয়ারের এই কথা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, 'কোহলি ফিট থাকলে আইয়ারের খেলার সম্ভাবনাই ছিল না, এটা ভেবে রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছি। আইয়ারই প্রথম ভারতীয়, যে গত বিশ্বকাপে চার নম্বর পজিশনে নেমে ৫০০-র বেশি রান করেছে। কীভাবে ওঁকে বসানো যেতে পারে? আর যদি ও না খেলত তবে তো সেখানে কোহলিই খেলত!'
আরও পড়ুন- বাদ দেওয়া হয়েছিল, আচমকা ঢোকানো হয় দলে, চমকে দেওয়ার মত সত্যি ফাঁস আইয়ারের
কী নাটকীয় ভাবে শেষ মুহূর্তে তিনি ভারতীয় দলে জায়গা পেয়েছেন, তা জানিয়েছেন আইয়ার। তিনি বলেছেন, 'আমি সিনেমা দেখছিলাম। সিনেমা দেখেই রাতটা কাটিয়ে দেব বলে ভাবছিলাম। হঠাৎ দেখি অধিনায়ক রোহিত শর্মার ফোন। আমাকে বলল, তোমাকে কাল খেলানো হতে পারে। বিরাটের হাঁটু ফুলে গেছে। সেটা শুনেই আমি ঘুমোতে চলে যাই।' আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্স দেখে, বৃহস্পতিবার ম্যাচের পর টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় একাদশ নিয়ে নতুন করে ভাবছে বলেই জানা গিয়েছে!