Shreyas Iyer: বাদ দেওয়া হয়েছিল, আচমকা ঢোকানো হয় দলে, চমকে দেওয়ার মত সত্যি ফাঁস আইয়ারের

Shreyas Iyer-Virat Kohli: শ্রেয়স জানিয়েছেন, তিনি জানতেন যে দলে থাকছেন না। সেই জন্য নিশ্চিন্ত মনে সিনেমা দেখছিলেন। আচমকা রোহিতের থেকে ফোন পান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shreyas Iyer: শ্রেয়স আইয়ার

Shreyas Iyer: শ্রেয়স আইয়ার। (ছবি-টুইটার)

Shreyas Iyer-Virat Kohli: প্রথমে তাঁর দলে থাকার কথাই ছিল না। শেষ পর্যন্ত বিরাট কোহলি বাদ পড়েন। আর, তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম একাদশে জায়গা পান তিনি। বাকিটা ইতিহাস। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার বিধ্বংসী ইনিংস খেলেন। জ্যাকব বেথেলের বলে তিনি যখন এলবিডব্লিউ হন, সেই সময় তাঁর নামের পাশে ছিল ৫৯ রান। ৩৬ বলে ওই রান করেন শ্রেয়স। ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়।  

Advertisment

শ্রেয়স জানান, তিনি বুধবার গভীর রাতে সিনেমা দেখছিলেন। ভেবেছিলেন, সিনেমা দেখেই রাতটা কাটিয়ে দেবেন। আচমকা টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ফোন করেন। শ্রেয়স বলেন, রোহিতের কাছে থেকে ফোন পাওয়ার পরই 'আমি ঘরে ঘুমোতে চলে যাই।' ম্যাচের দিন সকালে হাঁটু ব্যথার জন্য বিরাট কোহলি যখন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই থেকে সরে দাঁড়ান, তখন মনে করা হয়েছিল যে যশস্বী জয়সওয়ালই কোহলির জায়গায় ঢুকেছেন। কিন্তু শ্রেয়স আইয়ার পরে জানান যে, কোহলি ফিট থাকলে যশস্বী নন, তাঁকেই দলে জায়গা দেওয়া হত না।

এই ব্যাপারে আইয়ার বলেন, 'আচমকা অধিনায়ক রোহিত শর্মা আমাকে ফোন করেছিল। আমাকে বলল, তোমাকে খেলানো হতে পারে। কারণ, বিরাটের হাঁটু ফুলে গেছে। আমি সেটা শুনেই ঘরে ঘুমোতে চলে যাই।' আইয়ারের এই কথা শুনে পালটা ধারাভাষ্যকার পার্থিব প্যাটেল বলেন, 'আমরা এসব জানতাম না। আমরা ভেবেছিলাম, বিরাটের জায়গায় যশস্বী জয়সওয়ালকে দলে ঢোকানো হয়েছে। আমরা বরং নিশ্চিত ছিলাম যে তুমি দলে থাকবেই।' সেসব শুনে আইয়ার পালটা বলেন, 'সেসব ছাড়। জিতেছি, এখন আনন্দ করার সময়।'

কীভাবে বদলে গেল পরিস্থিতিটা? এব্যাপারে বলতে গিয়ে শ্রেয়স জানিয়েছেন, দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ব্যাটিং লাইন আপে বাম-ডান সমন্বয় রাখতে চেয়েছিলেন। তার দৌলতেই তিনি প্রথম একাদশে জায়গা পেয়েছেন। এব্যাপারে ম্যাচের পর আইয়ার বলেন, 'আপনারা সবাই জানেন যে আজকে আমার খেলার কথাই ছিল না। বিরাট আচমকাই চোট পায়। তার জেরেই আমি সুযোগ পেয়েছি। আমি জানতাম, যে কোনও সময় খেলার সুযোগ পেতে পারি। গত বছর এশিয়া কাপেও আমার সঙ্গে এমনটাই ঘটেছিল। আমার ইনজুরি হয়। তার জায়গায় অন্য একজন এসে সেঞ্চুরি করে।'

Advertisment

চলতি ওডিআই সিরিজের আগে দল নির্বাচনের সময় আইয়ারের নাম আলোচনাতেই ওঠেনি। কারণ, এটা সকলেই জানতেন যে আইয়ারকে দলে ঢোকালে তাঁকে মিডল অর্ডারে ঢোকাতে হবে। কিন্তু, ভারত একদিনের সিরিজে ঋষভ পন্থকে খেলাবে না। উইকেটকিপিং করবেন কেএল রাহুল। তার ফলে হার্দিক পান্ডিয়া আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে খেলবেন। আইয়ারও আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাঁকে তাই বিকল্প আক্রমণাত্মক ব্যাটার হিসেবে ভাবা হয়েছিল। 

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার তারকার প্রশংসায় পঞ্চমুখ মঞ্জরেকর, নবাগত হর্ষিতকে বাঁচাতে ধরলেন ব্যাট

কিন্তু, শ্রেয়সের বৃহস্পতিবারের খেলা দেখার পর টিম ম্যানেজমেন্ট গোটা চূড়ান্ত একাদশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। সেক্ষেত্রে জয়সওয়ালকে ওপেনার হিসেবে নামালে, শুভমান গিলকে তিন নম্বরে নামানো হবে। কোহলি নামবেন চার নম্বরে। খেলার পরিস্থিতির ওপর নির্ভর করে বাঁ-হাতি অক্ষর প্যাটেল, কেএল রাহুল বা হার্দিক পান্ডিয়াকে সেক্ষেত্রে ব্যাট করতে পরের দিকে নামানো হবে।

cricket Virat Kohli ODI Cricket News Shreyas Iyer