Yashasvi Jaiswal-Suryakumar Yadav: যশস্বীর মত সূর্যকুমারও কি পাকাপাকিভাবে মুম্বই ছেড়ে গোয়ার পথে? প্রকৃত সত্য জানাল এমসিএ!

After Yashasvi Jaiswal, is Suryakumar Yadav also moving from Mumbai to Goa? MCA breaks the silence and reveals the truth! যশস্বী জসওয়ালের পর কি সুর্যকুমার যাদবও মুম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন? জল্পনা তুঙ্গে! এমসিএ জানাল, সত্যিই কী ঘটতে চলেছে।

After Yashasvi Jaiswal, is Suryakumar Yadav also moving from Mumbai to Goa? MCA breaks the silence and reveals the truth! যশস্বী জসওয়ালের পর কি সুর্যকুমার যাদবও মুম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন? জল্পনা তুঙ্গে! এমসিএ জানাল, সত্যিই কী ঘটতে চলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal-Suryakumar Yadav: যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব কি মুম্বই ছাড়ছেন

Yashasvi Jaiswal-Suryakumar Yadav: যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব কি মুম্বই ছাড়ছেন? (ছবি- টুইটার)

MCA Clears the Air: Suryakumar Yadav Not Leaving Mumbai for Goa! যশস্বী জয়সওয়ালের মতই কি মু্ম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন সুর্যকুমার যাদবও! এনিয়ে জল্পনা তীব্র হতেই বিষয়টি পরিষ্কার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। এটা রটে গিয়েছে যে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সুর্যকুমার যাদব আসন্ন ঘরোয়া মরশুমে মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলতে পারেন। যাতে মনে করা হচ্ছিল, তিনি যশস্বী জসওয়ালের মতই মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি জমাতে চলেছেন। এনিয়ে জল্পনা তীব্র হতেই নড়েচড়ে বসে স্পষ্ট বার্তা দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Advertisment

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সচিব অভয় হাডাপ বৃহস্পতিবার জানিয়েছেন যে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং সুর্যকুমার মুম্বইয়ের হয়েই খেলবেন। তবে, যশস্বী জসওয়ালের গোয়ায় যোগ দেওয়ার খবর নিশ্চিত। ২৩ বছর বয়সী জসওয়াল আগামী ঘরোয়া মরশুমে গোয়ার অধিনায়কত্ব করবেন। এই ইস্যুতে সূর্য সম্পর্কে এমসিএ-র অফিসিয়াল বিবৃতিতে অভয় হাডাপ বলেন, 'সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে যে, সুর্যকুমার যাদব নাকি মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দিচ্ছেন। তবে আমরা আজ সকালেই সূর্যর সঙ্গে কথা বলেছি এবং ও জানিয়েছে যে এটা গুজব, একেবারেই ভিত্তিহীন এবং মিথ্যা। সুর্যকুমার যাদব মুম্বইয়ের প্রতি দায়বদ্ধ। তিনি মুম্বইয়ের হয়ে খেলতেই গর্ববোধ করেন। এই ধরনের ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং আমাদের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য, আমরা সকলকেই অনুরোধ করেছি।'

সর্বশেষ রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে তিনি দুই ইনিংসে ০ ও ২৩ রান করেছিলেন। তার আগে হরিয়ানার বিরুদ্ধে তিনি ৯ ও ৭০ রান করেছিলেন। ৩৪ বছর বয়সি সূর্যকুমার যাদব ২০১০-১১ রঞ্জি ট্রফি মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। দিল্লির বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিনি অর্ধশতক হাঁকান। তবে তাঁর ব্রেকথ্রু মরশুম ছিল ২০১১-১২ সালে। সেই বছর তিনি মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ওই মরশুমে ওড়িশার বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন সূর্যকুমার যাদব।

এর আগে, এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল, যশস্বী জসওয়াল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এমসিএ) চিঠি দিয়ে ছাড়পত্র (NOC) চেয়েছেন, যাতে তিনি গোয়ার হয়ে খেলতে পারেন। এ প্রসঙ্গে এমসিএ সচিব অভয় হাডাপ জানিয়েছেন যে, তাঁরা জসওয়ালকে অনুমতি দিয়েছেন। তিনি বলেন, 'হ্যাঁ, আমরা ওঁকে এনওসি দিয়েছি। এটা আমাদের কাছে কিছুটা হলেও বিস্ময়ের। তবে মুম্বই দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। এখন অন্য কেউ সুযোগ পাবে। আমরা যশস্বীকে তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।'

Advertisment

আরও পড়ুন- কেকেআরের ২য় উইকেটের পতন, ফিরলেন নারাইন

জসওয়ালের ২০১৮-১৯ রঞ্জি ট্রফি মরশুমে মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছিল। তবে ২০২১-২২ মরশুমে তিনি আলোচনায় উঠে আসেন। সেবার, তিনি টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইকে ফাইনালে নিয়ে যান। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, কোনও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।

mumbai Cricket News Indian Premier League (IPL) Suryakumar Yadav Yashasvi Jaiswal