Md Shami's daughter: 'শরিয়ত বিরোধী', শামির মেয়ের হোলি খেলায় চটে লাল মৌলানা

A Maulana has expressed anger over Indian cricketer Mohammed Shami’s daughter playing Holi, calling it ‘against Sharia’. The remark has sparked a debate on social media. ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মেয়ের হোলি খেলায় ক্ষোভ প্রকাশ করলেন এক মৌলানা, একে ‘শরিয়তের বিরুদ্ধাচরণ’ বললেন। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে।

A Maulana has expressed anger over Indian cricketer Mohammed Shami’s daughter playing Holi, calling it ‘against Sharia’. The remark has sparked a debate on social media. ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মেয়ের হোলি খেলায় ক্ষোভ প্রকাশ করলেন এক মৌলানা, একে ‘শরিয়তের বিরুদ্ধাচরণ’ বললেন। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Md Shami: মহম্মদ শামি

Md Shami: মহম্মদ শামি। (ছবি- ফেসবুক)

Maulana Criticizes Mohammed Shami’s Daughter for Playing Holi, Calls It ‘Against Sharia: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মহম্মদ শামির রোজা ভাঙায় ক্ষুব্ধ হয়েছিলেন। এবার তাঁর শিশুকন্যার হোলি খেলার বিরুদ্ধেও গর্জে উঠলেন জামাতের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রজভি। শামির কন্যার হোলিতে যোগদানকে তিনি 'শরিয়ত বিরোধী' বলে তীব্র ভর্ৎসনা করলেন।

Advertisment

মৌলানার এক ভিডিও শনিবার রাতে প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেছেন যে, 'ও বাচ্চা মেয়ে। না বুঝে হোলি খেলে ফেললে, সেটা অপরাধ না। কিন্তু, ও যদি বুঝেও হোলি খেলে, তো সেটা শরিয়ত-বিরোধী।' এই মৌলানাই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের পেসার মহম্মদ শামিকে ইসলামিক রীতিনীতি অনুসরণ করার অনুরোধ করেছিলেন। এবার তিনি বলেছেন, 'আমি শামি ও তাঁর পরিবারের সদস্যদের কাছে আবেদন করছি, যেটা শরিয়তে নেই, সেটা সন্তানদেরও করতে দিও না। হোলি হিন্দুদের উৎসব। কিন্তু, মুসলমানদের সেটা পালন করা উচিত না। কেউ যদি শরিয়ত জেনেও হোলিতে অংশ নেয়, তবে সেটা পাপ।'

অবশ্য এসব বললেও ওই মৌলানা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি আবার বলেছেন, 'আমি সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন-সহ গোটা ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।' এর আগে চলতি মাসের গোড়ায় ওই মৌলানাই বলেছিলেন, শামি রোজ ভেঙে পাপ করেছেন। শামির মত যাঁরা রোজা রাখতে পারেন না, তাঁদের রমজানের পরে রোজা করা উচিত।   

আরও পড়ুন- ২০২২ সালে বঞ্চিত, ২০২৫ সালে জয়ী: এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম আন্তর্জাতিক মঞ্চে অঙ্কুশ

Advertisment

এর আগে গত ৬ মার্চ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন ভারতীয় দলের পেসার মহম্মদ শামিকে এনার্জি ড্রিংক পান করতে দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গে এই মৌলানাই বলেছিলেন শামি, 'শরিয়তের চোখে অপরাধী। ও এটা ঠিক কাজ করেনি। শরিয়তের আইন মেনে চলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ইসলামে রোজা রাখাটা একেবারেই বাধ্যতামূলক। কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তাঁকে পাপী মনে করা হয়। ক্রিকেট খেলাটা খারাপ না। কিন্তু, তাঁর ধর্মীয় দায়িত্বটা পালন করাও মহম্মদ শামির উচিত। আমি শামিকে ধর্মীয় বিধান মেনে চলার পরামর্শ দিচ্ছি। তিনি যাতে ধর্মের প্রতি আরও দায়িত্বশীল হন, সেই পরামর্শই দিচ্ছি।' 

cricket Cricket News holi Mohammad Shami Md.Shami