Asian Wrestling Championships: ২০২২ সালে বঞ্চিত, ২০২৫ সালে জয়ী: এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম আন্তর্জাতিক মঞ্চে অঙ্কুশ

After being denied a chance in 2022, Ankush has finally secured her place in the Asian Wrestling Championships by defeating Neelam 8-1. This marks her first senior international competition. ২০২২ সালে সুযোগ না পেলেও, এবার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে নিজের জায়গা নিশ্চিত করলেন অঙ্কুশ, নীলমকে ৮-১ ব্যবধানে হারিয়ে। এটি তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতা।

After being denied a chance in 2022, Ankush has finally secured her place in the Asian Wrestling Championships by defeating Neelam 8-1. This marks her first senior international competition. ২০২২ সালে সুযোগ না পেলেও, এবার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে নিজের জায়গা নিশ্চিত করলেন অঙ্কুশ, নীলমকে ৮-১ ব্যবধানে হারিয়ে। এটি তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ankush: ২৪ বছর বয়সি কুস্তিগীর অঙ্কুশ, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম সিনিয়র টুর্নামেন্টে অংশ নেবেন

Ankush: ২৪ বছর বয়সি কুস্তিগীর অঙ্কুশ, ২০২৫ সালের ২৫ মার্চ থেকে শুরু হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম সিনিয়র টুর্নামেন্টে অংশ নেবেন। (প্রীতীশ রাজের এক্সপ্রেস ছবি)

Ankush Secures Spot in Asian Wrestling Championships After Defeating Neelam: শনিবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই/WFI) আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে মহিলাদের ৫০ কেজি ক্যাটাগরির ফাইনালে নীলমকে ৮-১ ব্যবধানে হারিয়ে নিজের জায়গা নিশ্চিত করলেন অঙ্কুশ। ২০২২ সালে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য বাছাই পর্বে জিতে জায়গা পেলেও, ফের ট্রায়ালে নীলমের কাছে হেরে প্রথমবার সিনিয়র আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ হারিয়েছিলেন তিনি। এবার যেন ছিল তারই বদলা। বাছাই পর্বে প্রথমে নীলমকে ৬-৪ ব্যবধানে হারান, তারপর শিবানী পাওয়ারকে ৫-৩ ব্যবধানে পরাজিত করেন অঙ্কুশ। সেমিফাইনালে চঞ্চলকে ১১-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে নীলমের বিরুদ্ধে তিনি সহজেই জয় ছিনিয়ে নেন।

Advertisment

তীব্র লড়াই, তবুও হাল ছাড়েননি অঙ্কুশ

ম্যাচ শেষে অঙ্কুশ বলেন, 'আজ আমি দারুণ খুশি। অবশেষে সিনিয়র লেভেলে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছি।' অঙ্কুশ জানান, ২০২২ সালে প্রথম ট্রায়ালে জিতলেও ফের ট্রায়ালের জন্যই তিনি সিনিয়র ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ হারান। এই ব্যাপারে তিনি বলেন, 'আমি প্রথম ট্রায়ালে জিতে হিসারে ফিরে গিয়েছিলাম, কিন্তু ফের ট্রায়ালের কথা ঘোষণা করা হয়। দীর্ঘ ভ্রমণ ও ওজন কমানোর ধকল সামলে ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি, তাই হেরে গিয়েছিলাম।'

Advertisment

এরপর ২০২৩ সালে তাঁর জীবনে আরও এক বড় ধাক্কা আসে। হাঁটুর সামনের দিকে ইনজুরির কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। এরপর ২০২৪ সালের অলিম্পিক কোয়ালিফায়ার ট্রায়ালে শিবানী পাওয়ারের কাছে হেরে যান অঙ্কুশ। সেসব ঘটনা তাঁকে আজও চাগিয়ে তোলে। অঙ্কুশ বলেন, 'আসলে ২০২২ সালে আমার ভাগ্যটা ভালো ছিল না। কিন্তু, এবার আমি সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চাই।' 

আরও পড়ুন- বউকে ছাড়া খেলতে পারব না, অনুষ্কাকে পাশে চেয়ে BCCI-কে তোপ বিরাটের

ভারতে মহিলাদের ৫০ কেজি ও ৫৩ কেজি ক্যাটাগরিতে ভিড় বেশি। ভিনেশ ফোগত, অন্তিম পাঙ্গাল, শিবানী পাওয়ার ও নীলমের মতো কুস্তিগীররা এই সব ক্যাটাগরিতেই লড়াই করেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগত ৫০ কেজি ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন। তবে এবার ভিনেশ না থাকায়, অঙ্কুশ গ্রুপ বি-তে নীলম ও শিবানীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর, শেষ পর্যন্ত শিরোপা জিতলেন। এই ব্যাপারে জয়ী কুস্তিগির বলেন, 'আমি অলিম্পিক কোয়ালিফায়ার ট্রায়ালে শিবানীর কাছে হেরেছিলাম। তাই আজকের ট্রায়ালের আগে ওঁকে নিয়েই বেশি ভাবছিলাম। শেষ পর্যন্ত জিতেছি।' 

শেষ মুহূর্তে সুযোগ পেলেন ভারতীয় কুস্তিগিররা

২০২৪ সালের গোড়া থেকেই ভারতীয় কুস্তি সংকটে ছিল। কারণ স্পোর্টস মিনিস্ট্রি নিষেধাজ্ঞা জারি করেছিল। আর, সেই কারণে ভারতীয় কুস্তি ফেডারেশন প্রথম দুই র‍্যাঙ্কিং টুর্নামেন্টে  জাগরেব এবং আলবেনিয়ায় দল পাঠাতে পারেনি। দীর্ঘ অনিশ্চয়তার পর গত ১১ই মার্চ ক্রীড়ামন্ত্রক কুস্তি ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। আর, এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়াল আয়োজন করেছে। অঙ্কুশ জানিয়েছেন, এবার তাঁর লক্ষ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতা! 

Wrestling Asian Games Sports News sports Championships