Advertisment

Karun Nair wasn’t in Champions Trophy squad: চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কেন করুণ নায়ার নেই, ফাঁস করলেন আগরকর

Ajit Agarkar about Karun Nair: ভারতীয় দলের প্রধান নির্বাচক আগরকর জানিয়েছেন যে করুণ নায়ারের সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু, সবাইকে দলে রাখা সম্ভব না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Ajit Agarkar, গৌতম গম্ভীর, অজিত আগরকার,

Gautam Gambhir & Ajit Agarkar: গৌতম গম্ভীর ও অজিত আগরকর। (ফাইল ছবি)

Karun Nair wasn’t in Champions Trophy squad: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে করুণ নায়ারকে কেন নেওয়া হল না, এবার তার সাফাই দিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি দাবি করেছেন যে করুণ নায়ারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এই ব্যাপারে আগরকর বলেন, 'আমাদের মধ্যে কথা হয়েছিল।' আগামী মাস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। সেই ট্রফির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে। মহম্মদ সিরাজ ও সঞ্জু স্যামসনকে ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। কথা উঠেছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা করুণ নায়ারকে নিয়েও। কিন্তু, তাঁকেও বাদ দিয়েছে নির্বাচক কমিটি।

Advertisment

বিদর্ভের খেলোয়াড় নায়ার চলতি বিজয় হাজারে ট্রফিতে ধারাবাহিক পারফর্ম করেছেন। মিডল অর্ডার এই ব্যাটসম্যান ৭ ম্যাচে ৭৫২ রান করেছেন। করেছেন ৫টি সেঞ্চুরিও। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও নায়ার ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি। তাঁর জায়গায় মিডল অর্ডারে জায়গা পেয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। বিসিসিআই প্রধান নির্বাচক আগরকর স্বীকার করেছেন, নায়ারের পারফরম্যান্স ভালো। কিন্তু, একইসঙ্গে তিনি জানিয়েছেন যে দলে সবাইকে রাখা সম্ভব নয়।

এই ব্যাপারে আগরকর বলেন, 'না, এটা ঠিকই যে ও ভালো খেলছে। ও ৭০০-৭৫০ রান করেছে। ওঁর সঙ্গেই আমার কথা হয়েছে। তবে, এই মুহূর্তে ওঁর দলে জায়গা পাওয়া কঠিন।' নায়ারের পারফরম্যান্স বিদর্ভকে বিজয় হাজার ট্রফির ফাইনালে পৌঁছে দিয়েছে। শনিবার এই টুর্নামেন্টের ফাইনালে বিদর্ভ কর্ণাটকের বিরুদ্ধে খেলবে। ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকর পর্যন্ত নায়ারের পারফরম্যান্স অসাধারণের চেয়ে কিছু কম না বলেই জানিয়েছেন।

কিন্তু, তারপরও আগরকর বলেছেন যে টিম ইন্ডিয়ার স্কোয়াডে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁদের গড়ও প্রায় ৪০-এর কাছাকাছি। আর, তাঁরা অতীতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। এই প্রসঙ্গে আগরকর বলেন, 'যাঁদের বাছাই করা হয়েছে তাঁদের দেখুন। তাঁদের গড়ও ৪০-এর কাছাকাছিই। দুর্ভাগ্যের ব্যাপার হল, সবাইকে দলে রাখা সম্ভব না। এটা ১৫ জনের দল। তবে এই পারফরম্যান্স নজর টানতে বাধ্য।'

Advertisment

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন মহম্মদ শামি। তিনি ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি। হর্ষিত রানাকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে, শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য। নির্বাচক কমিটি দুই উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থ এবং কেএল রাহুলকে নিয়েছেন। টি২০-তে অসাধারণ পারফর্ম করা সঞ্জু স্যামসন স্কোয়াডে জায়গা পাননি। 

৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫টি ৫০ ওভারের ম্যাচ হবে। সব ম্যাচই হবে পাকিস্তান এবং দুবাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইতে। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে। ভারতের শেষ লিগ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন- মৃত্যুর মুখ থেকে কোনওরকমে ফিরলেন, ভয়ংকর অভিজ্ঞতা এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা (শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য)।

cricket BCCI Champions Trophy Rohit Sharma Cricket News Indian Cricket Team Ajit Agarkar Team-India Team India Team India Karun Nair
Advertisment