Advertisment

Agarkar on BCCI’s guidelines: 'এটা কোনও সাজা নয়, শিথিলও হতে পারে', নির্দেশিকা ইস্যুতে বার্তা আগরকরের

BCCI’s strict guidelines: প্রধান নির্বাচক জানিয়েছেন যে প্রয়োজনে বিসিসিআইয়ের নির্দেশিকাগুলি পরিবর্তন করা হতে পারে। দলে সিনিয়র তারকারা আছেন, সেকথা ভেবেই নির্দেশিকা শিথিল করা হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ajit Agarkar: অজিত আগরকর

Ajit Agarkar: অজিত আগরকর। (ছবি- টুইটার)

BCCI’s strict guidelines: ক্রিকেটারদের বাগে আনতে হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শ মেনে কঠোর নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা, বিসিসিআই। এই ১০ দফা নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা। বাধ্য হয়ে এবার নির্দেশিকা ইস্যুতে মুখ খুললেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বলেছেন, 'এটি কোনও শাস্তি নয়। ফলে, পরিমার্জন করা যেতেই পারে।'

Advertisment

এর আগে বিসিসিআই তাদের কঠোর নির্দেশিকায় জানিয়েছে, সফরকালে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না ভারতীয় দলের ক্রিকেটাররা। সফরে কোনও ক্রিকেটার ব্যক্তিগত কর্মীদেরকেও নিয়ে যেতে পারবেন না। তাঁদের অতিরিক্ত লাগেজ ভাতা দেওয়া হবে না। ম্যাচ আগে শেষ হলে ক্রিকেটাররা তড়িঘড়ি বাড়িও ফিরে আসতে পারবেন না। এই সব নির্দেশিকা জারির পরই পালটা মুখ খুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। তাঁদের অভিযোগ, এসব আসলে বিসিসিআইয়ের স্বৈরাচারী পদক্ষেপ ছাড়া আর কিছুই না। বাধ্য হয়ে পালটা মুখ খুলতে বাধ্য হলেন বোর্ডের নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। তিনি বলেন, 'এটা কোনও স্কুল না। এটা কোনও শাস্তিও না। দলগত খেলায় নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সেই নিয়মই কার্যকর হয়েছে। যা পরে শিথিলও হতে পারে।'   

ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ওয়ানডে দল ঘোষণার সময় আগারকর বলেন, 'আমি মনে করি প্রত্যেক দলের কিছু নিয়ম আছে। গত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। দলগতভাবে কী করে উন্নতি করা যায়, তা ভেবে দেখেছি। দলগত ঐক্য কীভাবে বাড়ানো যায়, সেদিকে জোর দিয়েছি। এই নির্দেশিকা তারই অংশ। এটি কোনও স্কুলও নয়। শাস্তি না।'

আগরকর জানান, পরিণত সুপারস্টারদের নিয়ে তৈরি এই দলের খেলোয়াড়দের প্রতি জারি হওয়া নির্দেশিকাগুলি শিথিল করা হতে পারে। তিনি বলেন, 'সবকিছুরই একটা নিয়ম থাকে। জাতীয় দলের হয়ে খেললে সেই সব নিয়ম মানতে হয়। কিন্তু, এই দলে আন্তর্জাতিক ক্রিকেটের তারকারা আছেন। তবে, দিনের শেষে কিন্তু, তাঁরা দেশের প্রতিনিধি। তাই কিছু জিনিস আছে যা প্রত্যেক দলকে মানতে হয়। সময়ের সঙ্গে সেগুলো পরিমার্জিতও হয়। দলের জন্য যা দরকার, সেটা করতে হবে।'

Advertisment

আরও পড়ুন- ১০ সাল বাদ! ফের রঞ্জিতে রোহিত, ঘুরিয়ে প্রশ্ন তুললেন গম্ভীরের ঘরোয়া ক্রিকেট খেলার ফতোয়া নিয়ে

সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত, অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে। তারপরই, বিসিসিআই এই নতুন নির্দেশিকাগুলো জারি করেছে। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, আন্তর্জাতিক ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। সফরের সময় বিজ্ঞাপনের শ্যুটিং করা যাবে না। কোনও খেলোয়াড় এই সব নির্দেশ না মানলে তাঁকে আইপিএল খেলতে দেওয়া হবে না। বার্ষিক চুক্তির রিটেইনার ফি এবং ম্যাচ ফি কেটে নেওয়া হবে।

বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, এইসব করার পরও কোনও ক্ষেত্রে যদি ছাড় দিতে হয়, সেক্ষেত্রে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের অনুমোদন লাগবে। বিসিসিআই জানিয়েছে, এই নির্দেশিকাগুলি দলে শৃঙ্খলা, ঐক্য এবং ইতিবাচক দলগত পরিবেশ বাড়াতেই জারি করা হয়েছে। আর, সেগুলো করতে গিয়েই সফরে ব্যক্তিগত রাঁধুনি, নিরাপত্তারক্ষী, হেয়ারড্রেসার এবং হেয়ার স্টাইলিস্টদের নেওয়া যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

cricket BCCI Cricket News Indian Cricket Team Ajit Agarkar Team-India Team India punishment Chief Selector
Advertisment