Rohit Sharma confirms first Ranji Trophy appearance: প্রায় ১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর, এবার তিনি রঞ্জিতে প্রথম ম্যাচ খেলবেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। আগামী সপ্তাহেই কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মুম্বই। সেখানেই খেলবেন রোহিত। এই ব্যাপারে টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'আমি খেলব।' শনিবার রোহিত যখন একথা বলেন, সেই সময় বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরও উপস্থিত ছিলেন।
রোহিত শেষবার রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিসিসিআই সম্প্রতি সব খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে। তার জেরেই ফের রঞ্জি খেলার রাস্তায় হাঁটলেন রোহিত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'গত ৬-৭ বছরের ইতিহাসটা যদি দেখেন, তবে দেখবেন যে আমি না খেলে ঘরে বসেছিলাম না। কোথাও না কোথাও ক্রিকেট চলছিল, সেই জন্যই আমি ঘরোয়া ক্রিকেট খেলিনি। আইপিএলের পর হাতে একটু সময় থাকে। কিন্তু, এখন সেটাও পাওয়া যাচ্ছে না। আমাদের ঘরোয়া ক্রিকেট সেপ্টেম্বরে শুরু হয়। আর, ফেব্রুয়ারি-মার্চে শেষ হয়ে যায়। সেই সময়ও টিম ইন্ডিয়ার প্রচুর খেলা থাকে।'
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর নিজের পিঠ বাঁচাতে তির ঘুরিয়ে দিয়েছেন খেলোয়াড়দের দিকে। তিনি অভিযোগ করেছেন, ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স খারাপ। যার জেরে বোর্ড জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করেছে। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'যাঁরা নির্দিষ্ট ফরম্যাটে খেলছেন না এবং যাঁদের হাতে যথেষ্ট সময় আছে তাঁরা খেলবেন। কিন্তু গত ৬-৭ বছর ধরে, আমি এটুকু বলে দিতে পারি যে নিয়মিত টেস্ট খেলা শুরু করার পর ২০১৯ থেকে আমার কী দশা হয়েছে। হাতে সময়ই থাকে না। সারা বছর ধরে এত ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, যার ফলে কিছুটা সময় বিশ্রামের জন্য লাগে। একজন ক্রিকেটারের চাঙ্গা থাকাটাও দরকার। এটা মনকে চাঙ্গা রাখতে, আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি নিতে কাজে লাগে।'
রোহিত বলেন, 'তবুও আমরা চেষ্টা চালাচ্ছি। কেউই ব্যাপারটাকে হালকাভাবে নেয় না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজনের মরশুমটা কীভাবে কাটছে। সে কতটা বিশ্রাম পাচ্ছে, এটা দেখা খুবই দরকার। এই সবকিছুর ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিই, একজন খেলোয়াড়দের সঙ্গে কী করা উচিত। এখন তো বাধ্যতামূলক করা হয়েছে, হাতে সময় থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।'
রোহিত ছাড়াও, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলবেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়ালও। এতে মুম্বইয়ের জয়ের সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার, ২৩ জানুয়ারি লাল বলের টুর্নামেন্ট ফের শুরুর আগে রোহিত মুম্বইয়ের রঞ্জি ট্রফি ক্যাম্পে প্র্যাকটিস সেরেছেন। ৩৭ বছর বয়সি ব্যাটারকে নবি মুম্বইয়ে রিলায়েন্স কর্পোরেট পার্কে তাঁর মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থদের সঙ্গেও অনুশীলন করতে দেখা গেছে। সেই টিমে আবার এমআই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ছিলেন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি দলে কেন করুণ নায়ার নেই, ফাঁস করলেন আগরকর
তবে, রোহিত যাই বলুন, দিনের শেষে পারফরম্যান্সটাই শেষ কথা। অস্ট্রেলিয়ায় পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করে করেছেন রোহিত। যার ফলে তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, রোহিত একদিনের ক্রিকেট থেকে আপাতত অবসর নিতে চান না। তিনি আরও তিন বছর টিম ইন্ডিয়ার হয়ে একদিনের ক্রিকেট খেলতে চান। রোহিত ঘরের মাঠে গত একদিনের বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন। ১২০-র বেশি স্ট্রাইক-রেট রেখে ৫৯৭ রান করেছিলেন। গত বছর আমেরিকায় ভারতের টি২০ বিশ্বকাপেও ভারত অধিনায়ক দুর্দান্ত খেলেছেন।