আইপিএলের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে বৃহস্পতিবারেই। আর সেই ট্রান্সফারের সবথেকে বড় চমক হিসেবে শেষ দিনে আবির্ভূত হতে পারেন রাহানে। সূত্রের খবর, রাহানেকে রাজস্থান রয়্যালস ট্রেডিং করে দিতে পারে দিল্লি ক্যাপিটালস-এ। বিসিসিআই এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, কথাবার্তা অনেকটাই এগিয়েছে। দিনের শেষে পুরো চিত্র পরিষ্কার হবে। তারপরেই সরকারিভাবে জানানো হবে।
জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ম্যাচে রাহানে এখনও নিয়মিত নন। ৩১ বছরের তারকা টি২০তে দেশের জার্সিতে খেলেছিলেন ২০১৬-র অগাস্টে। ওয়ানডে খেলেছিলেন ২০১৮-র ফেব্রুয়ারিতে। তারপরে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর দেখা যায়নি।
তবে ২০১১-এর পরে মুম্বই ইন্ডিয়ান্স থেকে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে চাপান তিনি। তারপরে টি২০ ওপেনার হিসেবে নিজের কার্যকারিতা ভালই প্রমাণ করেছেন। রাজস্থানের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। যদিও গত মরশুমের মাঝপথে রাজস্থান ক্রমাগত খারাপ পারফরম্যান্স করে চলায়, মাঝপথেই নেতৃত্বের ব্যাটন চলে গিয়েছিল স্টিভ স্মিথের হাতে।
২০১৯-এর আইপিএলে রাহানে ১৪ ম্যাচে খেলে ৩৯৩ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ৩২.৭৫। গত মরশুমেই রাহানে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। বর্তমানে রাহানের বাজারমূল্য ৪ কোটি টাকা।
আইপিএলে রাহানে এখনও পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলে দুটো শতরান হাকিয়েছেন। ১২১.৯২ স্ট্রাইক রেটে রাহানের ব্যাটিং গড় ৩২.৯৩। রাজস্থান রয়্যালসের জার্সিতে তিনিই সর্বোচ্চ রানের অধিকারী।
রাহানেকে দিল্লিতে পাঠিয়ে রাজস্থান ক্যাপিটালস থেকে নিয়ে আসতে পারে পৃথ্বী শ-কে। শুক্রবারেই পৃথ্বীর ডোপিংয়ের নির্বাসনের মেয়াদ খতম হচ্ছে।
Read the full article in ENGLISH