Pakistan’s dressing room: তাঁর 'সুদর্শন চেহারা'র জন্য পাকিস্তান ড্রেসিংরুমে বারবার সমস্যায় পড়তে হয়েছে। এমন ভয়ানক অভিযোগ করলেন ক্রিকেটার আহমেদ শেহজাদ। তিনি কারও নাম নেননি। তবে শেহজাদের অভিযোগ, কিছু সিনিয়র খেলোয়াড় ক্রিকেট দুনিয়ায় তাঁর খ্যাতি এবং জনপ্রিয়তা পছন্দ করতেন না।
এক পডকাস্টে শেহজাদ বলেন, 'সুদর্শন দেখাটাই আমার জীবনে সমস্যার সৃষ্টি করেছে। আমাদের মাঠে, যদি কেউ দেখতে সুন্দর হয়, ভালো পোশাক পরে, ভালো কথা বলতে জানে, তাহলে কিছু লোক তাঁকে বিরক্ত করবেই করবে। আমি ঠিক এই কারণে পাকিস্তান দলে টার্গেট হয়ে গেছিলাম। আমি নিজের জন্য কোনও সাফাই দিচ্ছি না। তবে এটুকু বলতে পারি যে অনেকেই এমন সমস্যার মুখে পড়েছে। যদি লোকে আপনার প্রশংসা করে, তবে কিছু সিনিয়র খেলোয়াড়ের যেন তাতে গায়ে জ্বালা ধরে যায়।'
শেহজাদের কথায়, 'আমরা ছোট এলাকা থেকে উঠে এসেছি। আমি লাহোরের আনারকলিতে থাকতাম। যখন পরিচিতি পেলাম, তখন নিজেকে গুছিয়ে নিই। আমার ব্যক্তিত্বের অগ্রগতি ঘটাই। কিন্তু এর ফলে পাকিস্তান দলের অভ্যন্তরেও সমস্যা দেখা দেয়।' এর আগে শেহজাদ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাঁকে টুর্নামেন্ট থেকে দূরে রাখার অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লেখেন, 'গত কয়েক বছর ধরে আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করেছি। পিএসএলের নিলামের ঠিক আগে জাতীয় টি২০ টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলেছি।'
শেহজাদের কথায়, 'মনে হচ্ছে আমাকে দলের বাইরে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছে। যখন ফ্র্যাঞ্চাইজিগুলো আমার চেয়ে কম রান পাওয়া পারফর্মারদের নিয়েছে, তখনও আমাকে নেয়নি। যখন সবকিছু পূর্বপরিকল্পিত হয়, তখন কারও কিছু করার থাকে না। আমি জানি না পিএসএলে সেরা ঘরোয়া পারফর্মারদের আনা কার দায়িত্ব!'
শেহজাদ শেষবার পাকিস্তানের হয়ে খেলেছেন ২০১৯ সালে। পাকিস্তানের হয়ে ১৩টি টেস্টে, ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার ৪০.৯১ গড়ে ৯৮২ রান করেছেন। ৮১টি ওয়ানডেতে, তিনি ৩২.৫৬ গড়ে ২,৬০৫ রান করেছেন এবং ৫৯টি টি২০-তে ২৫.৮০ গড়ে ১,৪৭১ রান করেছেন।
আরও পড়ুন- দূষণের জন্য বোল্ড হলে নাকি! ব্রুককে এবার কলকাতা-মন্তব্যের জন্য ব্যঙ্গ গাভাসকার-শাস্ত্রীর
এর আগেও পাকিস্তান ক্রিকেট লিগ নিয়ে বারবার নানা অভিযোগ উঠেছে। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড তো সম্প্রতি জানিয়েই দিয়েছে, একইসঙ্গে পাকিস্তানের লিগ চলায় তারা এবার সেখানকার লিগে খেলার জন্য ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়পত্র দেবে না।