/indian-express-bangla/media/media_files/2025/06/13/bzoErsTWCcAlZm2oVPtJ.jpg)
অহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকজ্ঞপান মোহনবাগান এবং ইস্টবেঙ্গালের
Ahmedabad Plane Crash: অহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গোটা দেশ আপাতত শোকস্তব্ধ। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার মাত্র ২ মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যায় একটা গোটা বিমান। জানা গিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
এই বিমানটি লন্ডন যাচ্ছিল। ২৪২ যাত্রী ছিলেন এই উড়োজাহাজে। এই দুর্ঘটনায় ক্রু মেম্বার সহ বিমানের প্রায় সকল যাত্রীই প্রাণ হারিয়েছেন। মাত্র ১ যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি লন্ডন থেকে ভারতে বেড়াতে এসেছিলেন। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে (Air India) এই দুর্ঘটনা ভারতীয় ইতিহাসে যে একটা 'কালো দিন' বলে চিরস্মরণীয় হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
কী বলল মোহনবাগান সুপার জায়ান্ট?
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে শোকবার্তার ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে। সেই তালিকায় নাম লিখিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার (১২ জুন) রাতেই মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে (আগেকার নাম টুইটার) একটি শোকবার্তা পোস্ট করা হয়েছে। সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, 'অহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আশা করি, এমন কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ঈশ্বর তাঁদের শক্তি দেবেন।'
Our heartfelt condolences to the families and loved ones affected by the tragic incident in Ahmedabad. May they find strength during this difficult time.
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 12, 2025
মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। লাল-হলুদ ব্রিগেডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে লেখা হয়েছে, 'অহমেদাবাদের বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় আমরা অর্থাৎ ইস্টবেঙ্গল এফসি পরিবার গভীরভাবে শোকাহত। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এই দুর্ঘটনায় নিহতদের আত্মা যেন শান্তি পায়।'
— East Bengal FC (@eastbengal_fc) June 12, 2025
মাত্র ২ মিনিটের মধ্যেই ক্র্যাশ হয়ে যায় বিমান
এয়ার ইন্ডিয়ার এই বিমানটি অহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার এই বিমানটি টেক অফ করতে না করতেই ভারসাম্য হারাতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যেই গোটা বিমানটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিমানটি মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিধ্বংসী আগুনে পুড়ে যায়। এর পাশাপাশি শুনতে পাওয়া যায় বিস্ফোরণের ধামাকাদার শব্দও। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই দুর্ঘটনার সময় বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, একজন ছাড়া আর কেউ প্রাণে বাঁচেননি।