Ahmedabad plane crash: অহমদাবাদ বিমান দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী মোদী, নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন- 'এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, আমি মর্মাহত', বললেন মুখ্যমন্ত্রী
গতকাল আহমেদাবাদ বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬৫ জন যাত্রী, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রী মোদি আহমেদাবাদে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি উদ্ধারকাজ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এরপর তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। প্রায় ২০ মিনিট ধরে তিনি ঘটনাস্থলে থেকে গোটা পরিস্থিতির উপর সরাসরি নজরদারি করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু।
এদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এবং গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিল। প্রধানমন্ত্রী পরে প্রয়াত গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানির স্ত্রী অঞ্জনলিবেন রূপানির সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, তিনিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে যাত্রা শুরু করেছিল ফ্লাইট AI171। তবে ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটি মেঘানিনগর এলাকার একটি মেডিক্যাল কলেজ হোস্টেলে ভয়াবহভাবে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে একজন ছাড়া কেউই বাঁচেননি।
প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার দৃশ্য, যেখানে দেখা যায়, বিমানটি স্বাভাবিক উচ্চতায় উঠতে না পেরে আচমকা নিচে নেমে আসে এবং বিকট বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে ওঠে। এখনও পর্যন্ত উদ্ধার ও তদন্ত কাজ চলেছে। কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু এই পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন।
আরও পড়ুন- বিশ্বাসকুমার রমেশের মতোই অলৌকিকভাবে সেদিনও মৃত্যু-মুখ থেকে ফিরেছিলেন ভারতের এক প্রধানমন্ত্রী