ISL 2025-26: বন্ধ হয়ে যাচ্ছে ISL! ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডার ঘিরে লিগের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা

AIFF annual football calendar: ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডারে আইএসএলের দিনক্ষণ না থাকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনিতেই ভারতীয় ফুটবলের অবস্থা চরম বেহাল। তার উপর যদি আইএসএল বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মাথায় বজ্রপাত স্বাভাবিক।

AIFF annual football calendar: ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডারে আইএসএলের দিনক্ষণ না থাকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনিতেই ভারতীয় ফুটবলের অবস্থা চরম বেহাল। তার উপর যদি আইএসএল বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মাথায় বজ্রপাত স্বাভাবিক।

author-image
IE Bangla Sports Desk
New Update
ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট

ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট

Indian Super League News: বন্ধ হয়ে যাচ্ছে ISL! দেশের এক নম্বর ফুটবল লিগের ভবিষ্যৎ চরম অন্ধকারে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে বার্ষিক ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। আর তাতে আই লিগ, আই লিগ ২, আই লিগ ৩, উইমেনস লিগের সূচি থাকলেও নেই ISL 2025-26 মরশুমের দিনক্ষণ। তাহলে কি এবছর হবে না ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League (ISL))? ভারতীয় ফুটবলপ্রেমীদের মাথায় বাজ পড়ার মতো খবর।

Advertisment

জানা গিয়েছে, আইএসএলে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে বৈঠক করেছে এই লিগের আয়োজক সংগঠক FSDL। তারা ক্লাবগুলিকে জানিয়েছে, ফেডারেশনের সঙ্গে চুক্তির বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত না হলে ইন্ডিয়ান সুপার লিগে বিনিয়োগ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তার পরেই ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডারে আইএসএলের দিনক্ষণ না থাকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনিতেই ভারতীয় ফুটবলের অবস্থা চরম বেহাল। তার উপর যদি আইএসএল বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় ফুটবলপ্রেমীদের মাথায় বজ্রপাত স্বাভাবিক।

আরও পড়ুন সবুজ-মেরুন সমর্থকদের জন্য বিরাট সুখবর, ব্রাজিলিয়ান তারকা এবার মোহনবাগানে

Advertisment

উল্লেখ্য, অনেকদিন ধরেই চু্ক্তি সংক্রান্ত বিষয়ে ফেডারেশন এবং FSDL-এর মতানৈক্য চলছে। আগামী মরশুমে তাই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই বছরই ডিসেম্বর মাসে ফেডারেশনের সঙ্গে FSDL-এর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তার পর কী হবে? চুক্তির মেয়াদ বাড়বে নাকি শেষ হয়ে যাবে, এই নিয়ে জল্পনা চলছে। ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন FSDL আধিকারিকরা। সেই বৈঠকে FSDL-এর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ফেডারেশনের সঙ্গে যে বার্ষিক চুক্তি রয়েছে, নতুন করে চুক্তি হলে তার অর্ধেক টাকাও দেওয়া সম্ভব নয়। কারণ, আইএসএল আয়োজন করতে গিয়ে বিশাল আর্থিক ক্ষতির মুখে FSDL। 

তবুও ভারতীয় ফুটবলের স্বার্থে FSDL থাকতে চায়। কিন্তু আর্থিক চুক্তি অনেক কম টাকার হবে। স্বভাবতই এই প্রস্তাবে রাজি হননি ফেডারেশন কর্তারা। তাঁরা নিজেদের মতো করে ফেডারেশনের তরফে প্রস্তাব দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করেন। এর মধ্যেই গোদের উপর বিষফোড়ার মতো সুপ্রিম কোর্টের তরফ নির্দেশ এসেছে, যতক্ষণ না ফেডারেশনের সংবিধান নিয়ে আদালতের তরফে কোনও নয়া নির্দেশ আসছে, ততক্ষণ পর্যন্ত FSDL-এর সঙ্গে চুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা এগোতে পারবে না ফেডারেশন। ফলে সবকিছু এখন বিশ বাঁও জলে।

আরও পড়ুন ফের লজ্জার হার, চরম ব্যর্থতায় মুখ ডুবল ভারতীয় ফুটবলের

তবে এখানে বলে রাখা ভাল, ফেডারেশন যে বার্ষিক ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করেছে সেটার সঙ্গে আইএসএলের কোনও সম্পর্ক নেই। ওই ক্যালেন্ডারে আইএসএলের উল্লেখ না থাকার কারণ ফেডারেশন ইন্ডিয়ান সুপার লিগ নিয়ন্ত্রণ করে না। ওটা পুরোপুরি FSDL-এর নিয়ন্ত্রণাধীন। তাই এই ক্যালেন্ডারের সঙ্গে আইএসএলের ভবিষ্যতের কোনও সম্পর্ক নেই। আইএসএলের দিনক্ষণও ঠিক করে না ফেডারেশন। করে FSDL।

AIFF Indian Super League (ISL) ISL 2025-26