/indian-express-bangla/media/media_files/2025/06/18/indian-u23-football-team-2025-06-18-23-01-29.jpg)
ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
Indian Football Team: ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বুধবার (১৮ জুন) তাজিকিস্তানের (India vs Tajikistan) বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতিম্য়াচ খেলতে নেমেছিল। ম্য়াচটি টারসানজোডার ট্যালকো অ্যারেনায় আয়োজন করা হয়। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২-৩ গোলে পরাস্ত হয়েছে।
এই ম্যাচে প্রথম আধঘণ্টা কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে মোহনবাগান সুপার জায়ান্ট ফরোয়ার্ড সুহেল ভাট গোলের দরজা খুলে দেন। ৩৪ মিনিটে টিম ইন্ডিয়াকে লিড এনে দিয়েছিলেন সুহেল। কিন্তু, ঠিক এক ঘণ্টার মাথায় আনসোর খাবিবোভ এই ম্য়াচে সমতা ফিরিয়ে আনেন। তবে ম্য়াচের ৮৫ মিনিটে নর্থ-ইস্ট ইউনাইটেড দলের ফরোয়ার্ড পার্থিব গগোই ফের টিম ইন্ডিয়াকে এগিয়ে দিয়েছিলেন।
কিন্তু, ভারতীয় ফুটবল দলের কপালে সেই সুখ দীর্ঘস্থায়ী হল না। একেবারে শেষবেলায় তাজিকিস্তানের পরপর ২ গোল গোটা ম্য়াচের রং একেবারে বদলে দিল। এই গোল দুটো যথাক্রমে করলেন মহম্মদ ইকবাল দাভলাতোভ এবং মহম্মদ আদালি আজিজবোয়েভ। এরপর টিম ইন্ডিয়ার কাছে জয়ের সরণীতে ফেরার কোনও রাস্তাই আর খোলা ছিল না।
লড়াই করেছিল টিম ইন্ডিয়া
তবে এই ম্য়াচে যে ভারতীয় ফুটবল দল যে যথেষ্ট লড়াই করেছে, তা স্বীকার করতেই হবে। কারণ, তাজিকিস্তানের প্রথম গোলের ঠিক আগেই ভারতীয় ফুটবল দল ১১ থেকে ১০ হয়ে যায়। লাল কার্ড দেখেন ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার হয়ে খেলা ফুটবলার আয়ুশ দেব ছেত্রী। ফলে বাকি সময়টা তাজিকিস্তান একজন অতিরিক্ত ফুটবলারের সুবিধা পায়। আর সেই সুযোগেই ম্য়াচের ৫৯ মিনিটে মুসো কাখোরোভের পাস থেকে খাবিবোভ সমতা ফিরিয়ে আনেন।
তবে ভারতীয় ফুটবল দল দ্বিতীয়বারের জন্যও লিড নিতে পেরেছিল। হাফলাইনের কাছে বলটা বিপক্ষের পা থেকে কেড়ে নেন মহম্মদ আইমেন। তিনি একটি নিখুঁত থ্রু পাস পার্থিবকে পাঠান। আর সেইসঙ্গে ভারত ২-১ গোলে এগিয়ে যায়।
Indian Football Coach: 'দায়িত্বে আনা হোক সঞ্জয় সেনকে', ভারতীয় ফুটবলের 'ওষুধ' বাতলে দিলেন দীপেন্দু
তবে ভারতের এই আনন্দ অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি। ইনজুরি টাইমে দুটো সেট-পিস থেকে জোড়া গোল আসে। তাজিকিস্তানের হয়ে সমতা ফেরালেন মহম্মদ ইকবাল। এরপর জয়সূচক গোলটি আজিজবোয়েভের পা থেকে বেরিয়ে আসে।
Indian Football Team: বিশালের ভুলেই শেষ সবকিছু! এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত?
টিম ইন্ডিয়ার কাছে এই ম্য়াচটা যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্য়াচটা আসলে ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জনকারী পর্বের অন্তর্ভূক্ত। আগামী সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।