Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

AIFF Notice: ফেডারেশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক কোচরা। কোচের পদের জন্য আবেদন করা ব্যক্তিকে AIFF সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে।

AIFF Notice: ফেডারেশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক কোচরা। কোচের পদের জন্য আবেদন করা ব্যক্তিকে AIFF সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Football Team: ব্লু-টাইগারদের কোচ হওয়ার দৌড়ে কারা, নাম ভাসল এই তারকাদের

Indian Football Team: ব্লু-টাইগারদের কোচ হওয়ার দৌড়ে কারা, নাম ভাসল এই তারকাদের

Indian Football Team News: বছর ঘুরতে না ঘুরতেই ভারতীয় ফুটবলে (Indian Football) শেষ মানোলো মার্কেজ (Manolo Marquez) জমানা। গত বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ওয়ার্কিং কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে সব সম্পর্ক শেষ করেছে ফেডারেশন। এবার ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ফেডারেশন। তবে যেভাবে মানোলো পর্ব শেষ হয়েছে এবং তাঁর আগে ইগর স্টিমাচ বিদায় নিয়েছিলেন সেই কথা মাথায় রেখে কারা কোচ হওয়ার জন্য আবেদন করবেন তা নিয়ে ধন্দ রয়েছে।

Advertisment

জানা গিয়েছে, ফেডারেশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক কোচরা। কোচের পদের জন্য আবেদন করা ব্যক্তিকে AIFF সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে। ফুটবলারদের ডেভেলপমেন্টের ব্যাপারে সেই ব্যক্তির দক্ষতা দেখা হবে। স্পোর্টস সায়েন্স, টেকনোলজির বিষয়ে কতটা পারদর্শী সেটাও দেখা হবে। মোট কথা, আধুনিক ফুটবলের যাবতীয় খুঁটিনাটি ফুটবলারদের পর কীভাবে প্রয়োগ করবেন কোচ, সেসব দেখা হবে। সবদিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। কোচের সঙ্গে চুক্তি হওয়ার পর তিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন। এরপর জাতীয় দলের ডিরেক্টর এবং টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করবেন কোচ। 

আরও পড়ুন হংকং ম্যাচে হারের পরই নড়ল টনক, ভারতীয় ফুটবলের হাল ফেরাতে 'মাস্টারস্ট্রোক' ফেডারেশনের

প্রসঙ্গত, মানোলো মার্কেজ কোচ থাকাকালীন ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স চরম হতাশাজনক ছিল। তাঁর কোচিংয়ে ভারত ৮টি ম্যাচ খেলেছে মাত্র একটা। এছাড়াও মানোলো আমলে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সবচেয়ে বড় বিতর্ক হয় অবসর ভেঙে সুনীল ছেত্রীর ভারতীয় দলে ফিরে আসা। পাশাপাশি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে হারও রয়েছে। সবমিলিয়ে ভারতীয় ফুটবলকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছেন মানোলো, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Advertisment

এদিকে, ব্লু-টাইগারদের কোচ হওয়ার দৌড়ে নাম ভেসেছে খালিদ জামিল (Khalid Jamil) এবং সঞ্জয় সেনের (Sanjoy Sen)। আবার বিদেশি কোচের মধ্যে অ্যাশল ওয়েস্টউড, সের্জিও লোবেরা, ইভান ভুকোমানোভিচের নামও ভাসছে। ফেডারেশনের অনেক কর্তাই ভারতীয় কোচ হিসাবে খালিদ জামিলকে চাইছেন। আবার আরেক পক্ষ সঞ্জয় সেনের জন্য গলা ফাটাচ্ছেন। খালিদ জামিলের সাফল্য যথেষ্ট ঈর্ষণীয়। আই লিগ থেকে আইএসএল, সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন তিনি। আইএসএলে ২০২৩ সাল থেকে জামশেদপুর এফসি-র দায়িত্ব রয়েছেন তিনি। তাঁর কোচিংয়ে এবার আইএসএলে সুপার সিক্সে ওঠে জামশেদপুর।

আরও পড়ুন 'ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংস করেছে কল্যাণ', AIFF প্রেসিডেন্টের ইস্তফা চান বাইচুং

অন্যদিকে, সঞ্জয় সেনকে নিয়েও যথেষ্ট উৎসাহ রয়েছে সবার। ৬ বছর বাদে বাংলাকে সন্তোষ ট্রফি জিতেয়েছেন সঞ্জয়। মোহনবাগানকে আই লিগ, ফেডারেশন কাপ জিতিয়েছেন। সম্প্রতি তিন AIFF এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন। কাজ করেছেন মোহনবাগানের ইয়ুথ ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসাবেও। মহমেডানকেও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছিলেন সঞ্জয়। এবার দেখার বিষয় শেষপর্যন্ত ভারতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হন।

indian football team Indian Football AIFF Manolo Marquez Sanjoy Sen